ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যশরাজ ব্যানারে নির্মিত অ্যাকশন ছবি ‘ওয়ার ২’ (War 2)। অ্যাকশন, ঝকঝকে গ্রাফিক্স নিয়ে পর্দায় ফুটে উঠবে ম্যাজিক (Alia Bhatt)। প্রেক্ষাগৃহে বড় ধামাকা দিতে হাজির হচ্ছেন হৃতিক রোশন ( Hrithik Roshan) ও জুনিয়ার এন টি আর (N. T. Rama Rao Jr.)। তবে প্রকাশ্যে এসেছে গোয়েন্দা হিসাবে দেখা যেতে পারে আলিয়া ভাটকে (Alia Bhatt)। কোন চরিত্রে দেখা যাবে আলিয়াকে? গুঞ্জন কী বলছে?
গোয়েন্দা চরিত্র (Alia Bhatt)
যশ রাজের ব্যানারে মহিলা গোয়েন্দা হিসেবে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) দেখা গিয়েছে। ‘টাইগার’ সিনেমায় আইএসআই এজেন্টের ভূমিকা ক্যাটরিনা কাইফকে দেখা গিয়েছিল। অন্যদিকে ‘পাঠান’ সিনেমায় শাহরুখ এর আইএসআই এজেন্ট রুবিনার ভূমিকায় দীপিকা পাড়ুকোনের চরিত্র দর্শকের নজর কেড়েছিল। ‘ওয়ার ২’ তে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে কিয়ারা আডবাণীকে (Kiara Advani)। অর্থাৎ হৃতিক রোশন, জুনিয়র এন টি আর, কিয়ারা আডবাণীর পাশাপাশি দেখা যাবে আলিয়া ভাটকেও (Alia Bhatt)। আলিয়ার সাথে দেখা যাবে শর্বরী ওয়াঘকে।
পরিচয় করানো (Alia Bhatt)
‘ওয়ার ২’ ছবির হাত ধরে ‘ আলফা’র আলিয়াকে (Alia Bhatt) প্রকাশ করা হবে মহিলা গোয়েন্দা চরিত্র হিসেবে। আর এ প্রসঙ্গে সবচেয়ে বড় ইঙ্গিত আলিয়া নিজে দিয়েছেন। তিনি একটি পোস্ট শেয়ার করেন । যেখানে ‘ওয়ার ২’ ছবির ট্রেলার শেয়ার করেছেন। সাথে জানান,” আহা দারুন মজা ! আগামী ১৪ আগস্ট আপনাদের সাথে দেখা হচ্ছে নিকটবর্তী প্রেক্ষাগৃহে।” অভিনেত্রী যখন নিজেই শেয়ার করেছেন এমন কথা তখন তাঁর অনুরাগীদের দুয়ে দুয়ে চার করে নিতে কতক্ষণ! যদিও বলিউড সূত্রের খবর , ওয়ার ২ ছবিতে ‘ আলফা ‘ মহিলা গোয়েন্দা সঙ্গে পরিচয় করে দেবেন আলিয়া নিজে।
অ্যাকশন মোডে দেখতে পাওয়া
বলিউড গুঞ্জনে শোনা যাচ্ছে, ‘ওয়ার ২’ ছবিতে কিয়ারার সাথে আলিয়াকে দেখা যাবে অ্যাকশন মোডে। দর্শকের সামনে ইতিমধ্যে কয়েক মিনিটের একটি ট্রেলার সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে হৃতিক রোশনের সাথে কিয়ারার অ্যাকশনের কিছু দৃশ্য। এবার সেই দৃশ্যে যদি আলিয়াকে দেখা যায় , তবে সেটা অনুরাগীদের কাছে বাড়তি পাওনা।
আরও পড়ুন: Uttam Kumar: উত্তম যুগের টেকনিশিয়ানদের বিশেষ সাহায্য, নেপথ্যে মহৎ উদ্দেশ্য
ক্যামিও চরিত্রে ধরা দেওয়া
স্পাই ইউনিভার্সে এবার যোগ দিতে চলেছেন আলিয়া। ‘আলফা’ নামের নারী কেন্দ্রিক গোয়েন্দা চরিত্রে তাঁকে দেখা যাবে। ‘ওয়ার ২’ তে ক্যামিও চরিত্রে ধরা দিতে পারেন আলিয়া ভাট (Alia Bhatt)। তবে ক্যামিও চরিত্রে ধরা দেওয়া এই প্রথম নয়। আগে শাহরুখ ও সলমন একে অপরের সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন। এবার ‘ওয়ার ২’ তে সেই অতিথি চরিত্র হিসাবে আলিয়া ওরফে ‘ আলফা ‘ চরিত্রের প্রকাশ ঘটবে। ১৪ আগস্ট মুক্তি হৃতিক রোশন ও জুনিয়ার এনটিআর অভিনীত ‘ওয়ার ২ ‘ ছবি। এই ছবির ছোট ছোট চমক ইতিমধ্যেই সামনে এসেছে । তবে অনুরাগীরা আলিয়ার খবরে অপেক্ষায় আছে। সত্যি কি আলিয়াকে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে? তাঁকে দেখতে ‘আলফা’ মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।