ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড়দিনের সকাল থেকেই উৎসবের মেজাজ। তাপমাত্রা বাড়লেও রয়েছে শীতের আমেজ। সেই শীতের আমেজ গায়ে মেখেই সকাল থেকে পর্যটনকেন্দ্রগুলোয় ভিড়। ভিড় বাড়ছে অ্যামিউজমেন্ট পার্কগুলোয়। কোথাও পরিবার নিয়ে, কোথাও বন্ধুবান্ধবদের নিয়ে হুল্লোড়। শীতের আমেজ গায়ে মেখে বড়দিনের উৎসব (Christmas festival)। আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo) সকাল থেকে ভিড়। খুদেদের নিয়ে হাজির পরিবরের সকলে।
বড়দিনের সাজে সেজে উঠেছে গোটা কলকাতা (Kolkata)। উৎসবের মেজাজ শহর থেকে জেলায়, জেলায়। শীতের মিঠে রোদ গায়ে মেখে সকাল থেকেই পর্যটকদের ঢল আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। প্রতিবছরের মতো উপচে পড়া ভিড় চিড়িয়াখানায়। হাজার হাজার মানুষ বড়দিনে ভিড় জমিয়েছেন চেনা চিড়িয়াখানায়।
আরও পড়ুন: Christmas: বড়দিনের শহরে নিরাপত্তায় জোর, বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের
সকাল থেকেই টিকিটের লম্বা লাইন। আট থেকে আশি, সবাই যেন মজছেন বড়দিনের (Christmas festival) ছুটিতে। চলছে পাল্লা দিয়ে সেলফি তোলার ঝড়। কেউ এসেছেন পরিবারের খুদেদের সঙ্গে আবার কেউ নিজের বন্ধু-বান্ধবদের সঙ্গে। ভিড় দেখে যদিও কোনও হেলদোল নেই, নিজের মনেই ঘোরাঘুরি করছে বাঘ- সিংহ।
আরও পড়ুন: Christmas celebration: কেক ছাড়া বড়দিন! ভিড় দোকানে দোকানে
বড়দিনে কার্যত জনসমুদ্র আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। তবে শুধু চিড়িয়াখানা নয় বড়দিনের সকালে মানুষ ভিড় জমিয়েছেন চার্চ, মিউজিয়াম সহ একাধিক পর্যটন কেন্দ্রে। ভিড়ে ঠাসা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ইকো পার্ক। শহর তো বটেই, শহরতলি থেকেও বড়দিনের উন্মাদনায় সামিল হতে এসেছেন বহু মানুষ।