ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে(Kakdwip) অবস্থিত সুন্দরবন মহাবিদ্যালয় ঘিরে চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল। অভিযোগ উঠেছে, কলেজের ছাত্র সংসদ কক্ষে বিয়ের আসর! এমনকি কয়েক মাস আগে ওই কলেজের এক অস্থায়ী কর্মীও নাকি ওই কক্ষেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনাটি সামনে আসতেই শিক্ষা মহলে নেমেছে বিস্ময়ের ছায়া। কলেজের এবিভিপি ছাত্রনেতা এই মারাত্মক অভিযোগ প্রকাশ্যে আনেন।
কলেজের ইউনিয়ন রুমে বিয়ের আসর!(Kakdwip)
সূত্রের খবর, ছাত্র সংসদের অফিসরুমে বিয়ের কিছু স্টিল ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে বিয়ের সাজে বর-কনের উপস্থিতি, মালাবদল ও আশপাশে বেশ কিছু শিক্ষার্থীর জড়ো হওয়া দেখা গিয়েছে বলে দাবি। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা ডিজিটাল। তবে ঘটনাটি ঘিরে কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

বহিরাগতদের কাজ, সাফাই অধ্যক্ষের(Kakdwip)
এই প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ড. শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, “কলেজের দক্ষিণ দিকের পাঁচিল কিছুটা নিচু। সেই পাঁচিল টপকে মাঝেমধ্যে বহিরাগত ছাত্রছাত্রী কলেজ চত্বরে ঢুকে পড়ে। হয়তো তাদের মধ্যেই কেউ এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষ।” তিনি আরও জানান, “আমি শুনেছি, বিয়ে বাইরে হয়ে গিয়েছে, বর-কনে কলেজে এসে দেখা করতে এসেছিল। খবর পেয়েই আমি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।”
আরও পড়ুন: New Alipore: তোলা না পেয়ে লরি ভাঙচুর? পুলিশের বিরুদ্ধে অভিযোগ মালিকদের
কলেজের অনুমতি ছাড়াই বিয়ের আসর?(Kakdwip)
তবে অধ্যক্ষের এই বক্তব্য নিয়ে উঠেছে আরও প্রশ্ন। যদি কলেজের অনুমতি ছাড়া এমন ঘটনা ঘটে থাকে, তাহলে কলেজ চত্বরে নিরাপত্তা কোথায়? একাধিক ছাত্র সংগঠনের অভিযোগ, ছাত্র সংসদ একটি সাংগঠনিক ও প্রশাসনিক জায়গা। সেখানে বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠান একেবারেই অনুচিত এবং তা শিক্ষার পরিবেশের পরিপন্থী।

আরও পড়ুন: Weather Updates: টানা বৃষ্টির সতর্কতা রাজ্যে, দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ!
প্রশ্নের মুখে কলেজের নিরাপত্তা-শৃঙ্খলা
এবিভিপি-র এক ছাত্রনেতার কথায়, “যে ঘরে ছাত্রদের ভবিষ্যৎ গঠনের পরিকল্পনা হওয়ার কথা, সেখানে যদি মালাবদলের ছবি উঠে আসে, তাহলে সেটা দুর্ভাগ্যজনক। আমরা চাই, কলেজ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক ও উপযুক্ত ব্যবস্থা নিক।” অন্যদিকে, কলেজের এক কর্মী জানান, “ছাত্র সংসদের ঘরে মাঝে মাঝে নানা ছাত্র-ছাত্রী আসেন, কেউ কেউ ক্লাস না থাকলে বিশ্রাম নেন। হয়তো সেরকম কোনও পরিস্থিতিতেই এই ঘটনাটি ঘটে গিয়েছে।” সুন্দরবন মহাবিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘিরে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই কলেজের নিরাপত্তা এবং শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন।