ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্য সফরে অমিত শাহ। প্রধানমন্ত্রী সফরের পর পরই শাহি সফরে উজ্জীবিত বঙ্গ বিজেপি। কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। রবিবার জামাইষষ্ঠী (Jamaishasthi)। বাঙালির অন্যতম পর্ব। আর সেদিনই রয়েছে অমিত শাহের গুরুত্বপূর্ণ বৈঠক। তাই মুখে না বললেও পদ্ম শিবিরের জামাইরা একটু হলেও মনমরা। যদিও মুখে প্রকাশ নেই। আর নেতৃত্বও গুরুত্ব দিতে নারাজ।
এবারের রবিবারটা একটু অন্য রকম বাংলার বিবাহিত পুরুষকুলের জন্য। কারণ রবিবার জামাইষষ্ঠী (Jamaishasthi)। মিষ্টির হাঁড়ি আর পাজামা পাঞ্জাবি পরে সকাল সকাল পৌঁছে যাওয়া শশুড়বাড়ি, আর তারপর চোব্যচোষ্য। লুচি দিয়ে শুরু। মাঝে আম, কাঁঠাল, মাছ, মাংসের ভুড়িভোজ। কিন্তু বঙ্গ বিজেপির জামাইরা পড়েছে চাপে। কারণ ওইদিনই রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিভিন্নস্তরের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করবেন। বোঝাবেন ছাব্বিশের নির্বাচনের আগে রণকৌশল।
কপালে চিন্তার ভাঁজ বিজেপি জামাইদের (Jamaishasthi)
“শাহ না শাশুড়ি?” — ফলে গেরুয়া জামাইদের এখন উভয় সঙ্কট। এক কঠিন দোটানায় বঙ্গ বিজেপির বিবাহিত নেতারা। একদিকে দিল্লির হাই কমান্ডের কড়া বার্তা। অন্যদিকে রয়েছে শ্বশুরবাড়ি, জামাইষষ্ঠীর (Jamaishasthi) পাতে সাত পদ ভোজ। স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় থাকতে হবে, ফলে পরিবারের হোম মিনিস্টারের বিরাগভজন হওয়ার সম্ভবনা।
আরও পড়ুন:Amit Shah: রাজ্যে আসছেন অমিত শাহ, ভোটযুদ্ধের রণনীতি গড়ার সম্মেলন?
একদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন, তার রণকৌশল, কেন্দ্রীয় নেতৃত্বের হাইভোল্টেজ সফর, অন্যদিকে বাঙালির সংস্কৃতি, পারিবারিক বন্ধন আর সামাজিক দায়বদ্ধতা—এই দুইয়ের মাঝে পড়ে রীতিমতো ‘পাঁকে পদ্ম’ গেরুয়া জামাইরা। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তা মানতে নারাজ।
আরও পড়ুন: Jamai Sasthi 2025: শাড়ি-গয়না সব তো হল, যুগের সঙ্গে তাল মিলিয়ে শাশুড়িকে দিন ইউনিক উপহার!
যদিও সূত্রের খবর, দলের অনেক নেতাই কৌশলী পথে হেঁটেছেন। এর মধ্যেও শ্যাম ও কুল দুই রাখতে জামাইষষ্ঠীর (Jamaishasthi) অনুষ্ঠান সন্ধ্যায় শিফট করেছেন। আর যাদের সে সুযোগও নেই, তারা ছাব্বিশের দিকে তাকিয়ে প্রার্থনা নির্বাচন পর্ব যেন মিটে যায় জামাইষষ্ঠীর আগেই। না হলে আর কী পরপর দুবছর মিস শ্বশুরবাড়ির আদর।