ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস (Apu-Bubly) ও শবনম বুবলি (Shobnom Bubly) প্রায় সময় সমাজ মাধ্যমের পাতায় উঠে আসেন। একে অপরের বিপক্ষে সুর চড়াতে শোনা যায়। দুজনই সুপারস্টার শাকিব খানের (Shakib Khan) প্রাক্তন স্ত্রী। শাকিব খানও বলে দিয়েছেন দুজনেই তাঁর প্রাক্তন। তবে অভিনেত্রী বুবলির সাথে শাকিব খানের (Shakib Khan) কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একে অপরের সাথে সময় কাটাচ্ছেন সদূর আমেরিকাতে। কী ছবি শেয়ার করলেন তিনি ? তবে কী সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ?
শেয়ার করা ছবি (Apu-Bubly)
শবনম বুবলি (Apu-Bubly)) শেয়ার করা পোস্ট থেকে বোঝা গিয়েছে বুবলি ,শাকিব ও তাঁদের ছেলে শেহজাদ খান বীর একান্তে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন। ছবিতে দেখা গিয়েছে , কখনও শাকিবের হাতে হাত ধরে হাঁটছেন বুবলি। কখনও শাকিব ও ছেলের সাথে বুবলির একসাথে ছবি। আবার কখনও দেখা গিয়েছে, বুবলিকে উষ্ণ আলিঙ্গনে শাকিবের ছবি। যে ছবি পষ্ট ইঙ্গিত দেয় সুখী দাম্পত্যর। অনুরাগীদের প্রশ্ন, তাহলে কী আবার দ্বিতীয় স্ত্রীর কাছে ফিরে গেলেন শাকিব? প্রথম স্ত্রী অপু বিশ্বাস কি জানেন? যদিও অপুর কাছে থেকে তেমন কিছু শোনা যায়নি।
বদলেছে সমীকরণ! (Apu-Bubly)
গত কয়েক মাস ধরে জল্পনা শোনা যাচ্ছে , প্রথম স্ত্রী অপু বিশ্বাসের (Apu-Bubly) সাথে শাকিবের সমীকরণ বদলেছে। আর প্রথম স্ত্রী অপুর অস্তিত্বের কথা কখনওই অস্বীকার করেননি অভিনেতা। বরং দ্বিতীয় স্ত্রী বুবলির সাথে তাঁর সম্পর্ক নেই তা আগাগোড়াই স্পষ্ট ভাষায় প্রকাশ করেছেন শাকিব। অপরদিকে বুবলির তরফ থেকেও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে তাঁর প্রতি শাকিবের অবহেলার কথা।
অবহেলা নয় ! (Apu-Bubly)
অনুরাগীরা খুবই খুশি হয়েছেন বুবলির শেয়ার (Apu Biswas) করা ছবি দেখে। কারণ তাদের মতে, আবারও কাছাকাছি ফিরে এসেছে দুজনের মন। আর একবার ফিরে আসলে সেটা চিরস্থায়ী থেকে যায়। তবে অনেকেরই ধারণা শাকিব আগা গোড়াই তাঁর দুই সন্তানের প্রতি ওয়াকিবহাল। এটাই প্রথম নয়, এর আগেও শাকিব তাঁর দুই ছেলেকে বাবার আদর যত্ন থেকে কখনই বঞ্চিত করেননি। তাঁদের ব্যক্তিগত জীবনের কলহ যেন কোনও ভাবেই সন্তানদের ওপর না পড়ে, তা নিশ্চিত করতেই তিনি দুই প্রাক্তন স্ত্রীর সাথে সৌজন্য বজায় রাখেন।
আরও পড়ুন: Salman Khan: সলমনের বোনের জন্মদিনে এলাহি কাণ্ড! একফ্রেমে ভাইজানের পরিবার
অনুরাগীদের ধারণা
অনুরাগীদের ধারণা, বুবলি শাকিব ( Bubly- Shakib) একে অপরের দূরত্ব মিটিয়ে কাছে এসেছেন । আর তাঁদের এই ভীষণ খুশি থাকার মুহূর্তগুলি দেখে খুশি অনুরাগীরাও । শুধু তাই নয়, তাঁদের একাধিক সুন্দর মুহূর্তের ছবি যেন ভবিষ্যতের কোনও সুখী সম্পর্কের ইঙ্গিত বহন করছে। অনুরাগীদের মত, তাঁরা যেন এভাবে সুখে থাকেন। একে অপরের দূরত্ব বা ভুল বোঝাবুঝি ভুলে কাছে থাকেন চিরকাল।