Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো মানেই বাঙালির হৃদয়ে এক অন্যরকম উত্তেজনা, আবেগ আর আনন্দের ঝলক। ২০২৫ এর পুজোর আগেই, সঙ্গীত শিল্পী অরিত্র দাশগুপ্ত (Aritra Dasgupta) এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। যেখানে নাচ ,গান, নাটক সবই থাকছে। তবে পুজোর দিনগুলি কীভাবে কাটে শিল্পী অরিত্রর ? অরিত্র দাশগুপ্তের পুজো প্রেমকে? আদৌ কি জীবনে প্রেম আছে? কাকে ভালোবেসে বছরের পর বছর পুজো কাটাচ্ছেন ? সবকিছুই শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।

পুজোর প্রথম প্রেম! (Aritra Dasgupta)
ছোটবেলায় অরিত্রর পুজোর দিনগুলি কাটত দারুণ আনন্দে। দিনভর ঠাকুর দেখা, বন্ধুদের সাথে আড্ডা আর দিনে দু’বেলা নতুন জামা , তার মজাই আলাদা । সাথে খাওয়া দাওয়া, আড্ডা সব মিলিয়ে দুর্দান্ত মজা। তবে এখন সেই দৃশ্যটা অনেকটাই বদলেছে। এখন পুজোর সময়টাতে তাঁর সিংহভাগ সময়ই কেটে যায় বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে করতে। অর্থাৎ পুজো মানেই একের পর এক অনুষ্ঠান আর ব্যস্ততা। তবে ব্যস্ততা তাঁর কাছে ক্লান্তিকর নয়, বরং আনন্দদায়ক। কারণ সেই অনুষ্ঠানের মাঝেই তিনি খুঁজে পান নিজের ভালোবাসাকে অর্থাৎ গানই অরিত্রর জীবনের ভালোবাসা।
সারেগামাপা খ্যাত এই প্রতিভাবান শিল্পী অরিত্র দাশগুপ্তের (Aritra Dasgupta) জীবনে কি আদৌ প্রেম আছে? যে প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ,গায়ক অরিত্র দাশগুপ্তের (Aritra Dasgupta ) ভক্তদের মনে। এই প্রশ্নের উত্তরে অরিত্র স্পষ্ট জানান, জীবনে অবশ্যই প্রেম আছে। তাঁর প্রেমের নাম ‘ গান’। এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় সঙ্গী। বছরের পর বছর পুজো কেটেছে একাই। গানের মধ্য দিয়ে তিনি খুঁজে পান নিজের পূর্ণতা। তবে তিনি জানান, বহু বছর আগে তিন বন্ধু মিলে ঠাকুর দেখতে গিয়ে, নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতাতে হেঁটে পৌঁছে গিয়েছিলেন। তাও আবার একজনকে ফলো করে। যদিও সেটা বহু বছর আগের কথা। অর্থাৎ বলা যায়, গায়কের কাছে পুজো প্রেম ছিল এক অন্য রকমের ।

পুজোয় পছন্দের পোশাক ও খাবার (Aritra Dasgupta)
অরিত্রর (Aritra)মতে, অষ্টমী মানেই ধুতি পাঞ্জাবি। এই ঐতিহ্যকে আজও আকঁড়ে ধরেন তিনি। আর ষষ্ঠী সপ্তমীতে উজ্জ্বল রঙের পোশাক অর্থাৎ লাল, হলুদ পরতে ভালোবাসেন। নবমীর দিন তাঁর কাছে একটু বিষাদময়, অর্থাৎ তিনি পোশাক নির্বাচন করেন সেভাবেই। খাওয়া-দাওয়ার ব্যাপারেও তিনি একেবারে বাঙালি। বাড়ির খাবার খেতে পছন্দ করেন অরিত্র। যদিও পুজোর সময় বেশিরভাগ সময়টাই তাঁকে কাটাতে হয় বাইরে। অবশ্য পুজোর আগে ,কি পরে, বাড়ির খাবার খেয়ে বাঙালিয়ানাকে তিনি পুষিয়ে নেন।

বিশেষ অনুষ্ঠানের আয়োজন (Aritra Dasgupta)
অনুষ্ঠান প্রসঙ্গ এলে অরিত্র (Aritra) বলেন, এই বছরে পুজোর আগে রবীন্দ্র সদনে এক বিশেষ অনুষ্ঠান ‘আমরা গান করি আনন্দ’ আয়োজন করা হয়েছে। অরিত্র দাশগুপ্তের ( অরিত্র Dasgupta) ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাজানো হয়েছে এই বিশেষ অনুষ্ঠানটি। যেখানে ৪ থেকে ৭৩ বছর ব্য়সী প্রত্যেক ছাত্রছাত্রী একটি করে গান গাইবেন। মঞ্চে উঠবেন অরিত্র নিজেও । অনুষ্ঠানে থাকছে আরও বিশেষ কিছু চমক । তাঁর বাবার একটি ছোট্ট পারফরমেন্সও আছে।
আরও পড়ুন: Ishani Chatterjee: মাস্ক পরেও রেহাই নেই পারুলের! রাস্তায় বেরোতেই বিপাকে অভিনেত্রী
এত সবের মাঝে প্রেম- ভালোবাসা আলাদা করে কিছু খুঁজতে চান না অরিত্র দাশগুপ্ত। তাঁর সঙ্গী ‘গান’, আর ভালোবাসা ‘ সুর’ ও আনন্দ ‘ হল শ্রোতাদের মুখের হাসি’। সবশেষে অরিত্র দাশগুপ্ত সকল দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন, তাঁর এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। পুজোর আগে গান আনন্দ আর মিলন মেলার এমন একটি আসর সত্যি স্মরণীয় হয়ে থাকতে চলেছে সবার জন্য।