ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তর ২৪ পরগনার জগদ্দলে গুলি-বোমাবাজির ঘটনায় (Arjun Singh) পুলিশি তদন্তে সাড়া দেননি বিজেপি নেতা অর্জুন সিং। বুধবার রাতে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে এই ঘটনা ঘটে, যেখানে এক যুবক জখম হন। তৃণমূলের দাবি, অর্জুনই তাদের কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন।
অর্জুনের দাবি (Arjun Singh)
ঘটনার পর পুলিশ বৃহস্পতিবার সকালে অর্জুনকে জগদ্দল থানায় হাজির (Arjun Singh) হতে ডাকে, কিন্তু তিনি সেখানে যাননি। অর্জুন এই অভিযোগ অস্বীকার করে বলেন, “এত খারাপ সময় আসেনি যে, আমি গুলি চালাব।” তিনি জানান, রাত ১০টা নাগাদ নিজের অফিসে ছিলেন, তখন হঠাৎ করে গুলি চলে। তিনি বেরিয়ে এসে দেখেন কয়েকজন পালাচ্ছে এবং একজনের পায়ে গুলি লেগেছে।
দায়ের এফআইআর
অর্জুন দাবি করেছেন, তিনি রাতেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন, কিন্তু তার বিরুদ্ধে (Arjun Singh) একটি এফআইআর দায়ের হয়েছে। তৃণমূলের বক্তব্য, মেঘনা জুটমিলে শ্রমিকদের মধ্যে মারামারির পর গণ্ডগোল শুরু হয়, যেখানে অর্জুনের লোকজন জড়িয়ে ছিল।
আরও পড়ুন: Jadavpur University: যাদবপুরের বাম-অতিবামদের নিশানা RSS-র মুখপত্রে, পাল্টা জবাব বাম ছাত্র-অধ্যাপকদের

তৃণমূলের মন্তব্য
তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেছেন, অর্জুন নিজেই গুলি চালিয়েছেন। যদিও অর্জুন সিসিটিভি ফুটেজ দেখার প্রস্তাব দিয়ে বলেছেন, তা দেখলে আসল ঘটনা স্পষ্ট হবে। জগদ্দলে এই গুলি-বোমাবাজির ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।