ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও কটাক্ষের মুখে শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল (Viral) একটি ভিডিয়ো। ভিডিয়োটি দেখে, বহু নেটিজেনের অভিযোগ, পা টলমল করছে আরিয়ানের। পার্টির (Party) আমোদ উল্লাসের পরই আরিয়ানের এ কি হাল? তবে কি, আবার মুখ পুড়বে শাহরুখ খানের? এর আগেও আরিয়ানকে কেন্দ্র করে শাহরুখকে (Shah Rukh Khan) কম বিতর্কের মধ্যে পড়তে হয়নি। তবে কি সেই জল্পনা আবার উস্কে দিচ্ছে নতুন কোনও ঘটনা?
ছেলের জন্য চিন্তায় শাহরুখ (Aryan Khan)
২০২১ সালে মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান (Aryan Khan)। সেই স্মৃতি এখন অতীত। কিন্তু বর্ষবরণের রাতে এ কি অবস্থায় ধরা দিলেন আরিয়ান? বর্ষবরণ উপলক্ষে ছিল বড় পার্টি। সেই হৈ-হুল্লোড়ের আসর থেকে বেরোতে গিয়েই শাহরুখপুত্র হলেন ক্যামেরাবন্দি। ভিডিয়ো দেখে অনেকে বলছেন, পা টলোমলো করছে তাঁর। আরিয়ানের বেসামাল অবস্থা। এর আগেও ২৬ দিন টানা হাজতে থাকতে হয়েছে তাঁকে। শাহরুখ ছেলের এই অবস্থায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সাংবাদিকদের আজকাল প্রায় সাক্ষাৎকার দিতে পছন্দই করছেন না। শুধুমাত্র ছেলের ওই ঘটনাকে কেন্দ্র করে। সমস্ত শুটিং বাতিল করে দিয়েছিলেন। ছেলের জামিনের জন্য মরিয়া হয়ে যান। পরে আরিয়ানের জামিন মঞ্জুর হয়। তারপর ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পুরনো জীবনযাত্রায় ফিরতে আরিয়ানের বেশ কিছুটা সময়ও লেগেছে। তার পরেও বলিউডের কিং খান তাঁর সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতেন।
নেটিজেনদের কটাক্ষ (Aryan Khan)
২০২৪ কে বিদায় জানিয়ে ২০২৫ কে বরণ করে নেওয়ার পালা। চারিদিকে উৎসবের আবহে, রাত দেখা গিয়েছে শাহরুখ পুত্রকে (Aryan Khan)। তিনিও বন্ধুদের সঙ্গে পার্টি করেন। সেখান থেকে বেরোনোর পর, তিনি নাকি বেসামাল ছিলেন। একের পর এক মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। এমনকি অনেকে শাহরুখের বাড়ির সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কোনও কোনও নেটিজেন এও বলেন, “আরিয়ান আর কোনদিনও বদলাবেন না। ও তো ভালো করে হাঁটতেও পারছে না”। অপরদিকে, বহু শাহরুখ ভক্ত এবং আরিয়ান ভক্তরা আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন। তাদের সোজাসাপ্টা যুক্তি। নতুন বছরে পার্টি করা একেবারেই ব্যতিক্রম কিছু নয়। অনেকেই গ্লাসে সুখ চুমুক দেন। কিন্তু সেক্ষেত্রে শাহরুখপুত্র আরিয়ান বারংবার টার্গেট হবেন কেন?
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: ইচ্ছা থাকলেও উপায় নেই, নতুন বছরে শ্রীময়ী কেন এমন বললেন?
পরিচালক হিসেবে কেরিয়ার শুরু
প্রসঙ্গত, আরিয়ান বোন সুহানার মতো অভিনয় করতে চান না। তাঁর অভিনয়ে মন নেই। পরিচালক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছেন। বলিউডে তাঁর প্রথম ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছেন নেটফ্লিক্সে। এছাড়াও শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন।
আরও পড়ুন: Riya Ganguly: নতুন বছরে বন্ধ মনের দরজা, ২০২৫ সালে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন রিয়া
ক্যামেরার পিছনে থাকতে আগ্রহী
বেশ ব্যস্ততার মধ্যেই কাটছে আরিয়ানের জীবন। প্রায় সময় তাঁর নতুন নতুন কাজের কথা শোনা যায়। নিজের কেরিয়ার গড়ে পিঠে নিতে তিনি বেশি দেরি করেননি। তাছাড়া আরিয়ান প্রথম থেকেই চেয়েছিলেন নিজের একটা প্রযোজনা সংস্থা থাকুক। সোজা কথায় আরিয়ান ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে থেকে কাজ করতে বেশি আগ্রহী।