ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশি নাগরিক সন্দেহে (Bangladeshi Model Arrest) গ্রেফতার হওয়া মডেল শান্তা পালকে অবৈধ নথি তৈরি করতে সাহায্য করার অভিযোগে এবার গ্রেফতার এক যুবক। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা (এন্টি-গোয়েন্দা দফতর) সূত্রে জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের সৌমিক দত্ত নামে ওই যুবককে নৈহাটি থেকে গ্রেফতার করা হয়েছে।
শান্তা পালের বাড়ি কোথায়? (Bangladeshi Model Arrest)
এর আগে পুলিশ সূত্রে জানা গিয়েছিল, শান্তা পালের বাড়ি বাংলাদেশের (Bangladeshi Model Arrest) বরিশালে। ২০১৯ সালে তিনি বাংলাদেশের এক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। পেশায় মডেল শান্তা বরিশালের দু’টি মডেলিং সংস্থায় কাজ করতেন এবং বাংলাদেশের একটি সিনেমাতেও কাজ করেছেন বলে জানা গেছে।
কলকাতায় কোথায় থাকতেন? (Bangladeshi Model Arrest)
২০২৩ সাল থেকে শান্তা কলকাতার যাদবপুর সংলগ্ন বিক্রমগড় এলাকায় একটি ভাড়াবাড়িতে (Bangladeshi Model Arrest) বসবাস করছিলেন। ভারতে এসে তিনি তেলুগু ছবিতেও কাজ পান, যদিও কী ভাবে সেই সুযোগ পেয়েছিলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। এছাড়া, কলকাতায় গাড়ি ভাড়া দেওয়া ও পর্যটকদের ঘোরানোর ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
পর্যটনের নতুন ব্যবসা!
পুলিশ জানায়, কিছুদিন আগে শান্তা পর্যটনের নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। সেই সূত্রে পার্ক স্ট্রিট এলাকার এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ওই ব্যক্তি অভিযোগ করেন যে শান্তা বাংলাদেশের নাগরিক হয়েও অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে কলকাতায় বসবাস করছেন। এর ভিত্তিতেই শান্তাকে গত সোমবার গ্রেফতার করে পুলিশ।
ভিসার মেয়াদ শেষের পরেও ছিলেন ভারতে!
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গত জুলাই মাসেই শান্তার ভারতীয় ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও তিনি এ রাজ্যে থেকে গিয়েছেন। পুলিশের জেরায় শান্তা জানান, পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ জায়গা বলে তাঁর এখানে থাকতে ভালো লাগে। শান্তা নিজেকে বিবাহিত বলেও দাবি করেছেন, যদিও সেই তথ্য যাচাই করে দেখছে পুলিশ।
মিলেছে দুটি ঠিকানার সন্ধান
তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। শান্তার বিক্রমগড়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ দুটি আধার কার্ড উদ্ধার করেছে, যার দুটিতেই একই নম্বর থাকলেও, একটির ঠিকানা কলকাতার, অপরটির ঠিকানা বর্ধমানের। এছাড়াও, শান্তার নামে একটি ভোটার কার্ডও পাওয়া গিয়েছে, যার ঠিকানা বর্ধমানের। ফলে পুলিশ এখন খতিয়ে দেখছে, তিনি বর্ধমানেও কখনও বসবাস করেছেন কি না।
আরো পড়ুন: Surprise Attack: গ্রীষ্ম উৎসবে রক্তাক্ত লস অ্যাঞ্জেলস বন্দুকবাজের গুলিতে নিহত ২, আহত ৬
পুলিশ আরও জানিয়েছে, শান্তার একটি অতিথিশালা (গেস্ট হাউস) তৈরি করার পরিকল্পনা ছিল এবং তিনি সেই উদ্দেশ্যে ঋণও নিয়েছিলেন, যদিও তা নিজের নামে নয়। কীভাবে তিনি সেই ঋণ পেলেন এবং কে তাঁকে অর্থনৈতিকভাবে সাহায্য করছিল, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।