ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বছর শেষে মর্মান্তিক ঘটনা শিলিগুড়ির (Siliguri) বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park)। একটা ভুলে নিঃশেষ তিনটি প্রাণ । অসাবধানতায় মায়ের কামড়ে মৃত্যু হল তিন রয়্যাল শাবকের। আর ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে বন দফতরে। পার্ক কর্তৃপক্ষ সূত্রে খবর, গত সপ্তাহে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগার তিনটি শাবকের জন্ম দেয়। শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন পার্ক কর্তৃপক্ষ।
জন্মের দু’দিনের মাথায় মৃত্যু রয়্যাল শাবকের (Bengal Safari Park)
সাফারি পার্ক সূত্রে খবর, সন্তান প্রসবের পর রিকা ও তার তিন শাবককে নাইট শেল্টারে রাখা হয়েছিল। কিন্তু দু’দিনের মাথায় ওই ঘটনা ঘটে। শাবকদের অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ের কাছে ভুল কামড় বসিয়েছিল রিকা। যার ফলে আগেই মৃত্যু হয়েছিল দু’টি শাবকের। আর একটিকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু শেষরক্ষা হল না! তবে সদ্যোজাত তিন শাবকের মৃত্যুতে শোকের ছায়া সাফারি পার্কে (Bengal Safari Park)।
প্রথম নয় মায়ের ভুলে শাবকের মৃত্যুর ঘটনা (Bengal Safari Park)
সম্প্রতি, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে কুনকি হাতি লক্ষ্মীর। তারই মধ্যে তিন তিনটি রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু পার্ক কর্তৃপক্ষর কাছে যথেষ্ট উদ্বিগ্নের। যদিও বেঙ্গল সাফারি পার্কে (Bengal Safari Park) মায়ের ভুলে শাবকের মৃত্যুর ঘটনা এটা প্রথম নয়। এর আগে ২০২৩ সালের আগস্ট মাসে সাদা বাঘ কিকার অসাবধানতায় মৃত্যু হয়েছিল দুই শাবকের। সেই সময় ওই দুই শাবকের মৃত্যুর তদন্তের পর ক্লিনচিট দেয় রাজ্য বন দপ্তর ও জু অথরিটি।
আরও পড়ুন: Joynagar Verdict: ৬১ দিনেই বিচার পেলো জয়নগর, ধর্ষক-খুনির ফাঁসির নির্দেশ আদালতের
বর্তমানে বেঙ্গল সাফারিতে বাঘের সংখ্যা
প্রসঙ্গত, ব্যাঘ্র প্রজননে গোটা দেশে নজির তৈরি করেছে বেঙ্গল সাফারি পার্ক। এই বেঙ্গল সাফারি পার্ক থেকেই প্রানী বিনিময় কর্মসূচির অধীনে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার হায়দেরাবাদ, দুটি কলকাতার আলিপুর চিড়িয়াখানায়, দুটি ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানায় ও দুটি হরিণালয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসেই বেঙ্গল সাফারিতে পাঁচ শাবকের জন্ম দিয়েছে শিলা ও বিভান নামে রয়্যাল বেঙ্গল দম্পতি। কিন্তু তার পর রিকার এই তিন শাবকের মৃত্যু পার্কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তিন শাবকের মৃত্যুতে বর্তমানে বেঙ্গল সাফারিতে বাঘের সংখ্যা হল নয়।
আরও পড়ুন: West Bengal News: বর্ষাকালেও ‘মিনিকিট’ চাষ! অসময়ে ধান চাষে নয়া পদক্ষেপ
কী বলছেন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞরা মনে করছেন, বেঙ্গল সাফারি পার্কে বাঘের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা উচিত। শুধু বাঘ নয়, সমস্ত প্রজাতির প্রাণীর জন্য আরও আধুনিক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঘটতে না পারে। এই ঘটনার পর সাফারি পার্ক কর্তৃপক্ষের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে তারা শীঘ্রই এই বিষয়ে কোনও স্পষ্ট বিবৃতি দিতে পারেন কিনা, তা এখন দেখার বিষয়।