ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেশ কয়েকদিন ধরেই টিভির পর্দায় দেখা যাচ্ছে না সবার প্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরাকে (Annwesha Hazra)। বর্তমানে অভিনেত্রী আনন্দী (Anondi) ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)।
এর আগে অন্বেষা ও ঋত্বিকের জুটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল, ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei poth jodi na sesh hoy) ধারাবাহিকের মধ্য দিয়ে। এই ধারাবাহিকের উর্মি সাত্যকি জুটি দর্শকের মনিকোঠায় পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছিল।
পর্দায় ফিরেছে জুটি (Annwesha Hazra)
দর্শকদের প্রচুর অনুরোধের পর আবারও একসঙ্গে পর্দায় ফিরেছে এই জুটি। জি বাংলার (Zee Bangla) পর্দায় আনন্দী ধারাবাহীকে তাঁদের দু’জনকে আবারও একসঙ্গে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকটি সন্ধ্যে সাড়ে ছটার সময় সম্প্রচারিত হয়। ইতিমধ্যেই ধারাবাহিকের গল্প দর্শকদের ভীষণই মন কেড়েছে। দর্শক ভীষণই ভালোবাসা দিচ্ছেন এই ধারাবাহিককে। বেশ কিছুদিন হয়ে গেছে আনন্দী (Annwesha Hazra) মানে হিরোইনের ট্র্যাক আসছে না। সেই কারণে দর্শক বেশ উদ্বিগ্ন।
আরও পড়ুন: Bojhena Se Bojhena: আবারও ফিরছে পাখি-অরণ্য জুটি! ঘোষণা যশের
দর্শকের মনে প্রশ্ন (Annwesha Hazra)
দর্শকের মনে কয়েক দিন ধরে নানারকম প্রশ্ন দেখা যাচ্ছিল। তাহলে কি আনন্দীকে (Annwesha Hazra) আর দেখা যাবে না? কোথায় গেল আনন্দী? কী হয়েছে তার? আনন্দী ছাড়া এই ধারাবাহিক দেখতেই ভালো লাগছে না, আবার কিছু মানুষের। এই সব প্রশ্ন দেখে এবার মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী অন্বেষা হাজরা।
সমাজ মাধ্যমে ছবি
১৫ তারিখ সকালে নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন এবং তাতে লেখেন, অভিনেত্রী শেষবার নভেম্বর মাসের ১১ তারিখ শুটিং করেছেন। আর অভিনেত্রীর ছবিতে দেখা যায়, অভিনেত্রীর হাতে চলছে সেলাইন। হসপিটালের বেডে শুয়ে রয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: Rupsa Chatterjee: বিয়ের একমাসের মধ্যেই মা হচ্ছেন রূপসা! চমকে দিলেন অনুরাগীদের
কী হয়েছে তাঁর
অভিনেত্রী ডেঙ্গু ও টাইফয়েড আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন। অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন ‘ডেঙ্গু এবং টাইফয়েড এর কারণে আমি নার্সিং হোমে এডমিট আছি, শেষ আমি ১১ সেপ্টেম্বর শুটিং করেছিলাম তাও জ্বর অবস্থায়, টেম্পারেচার অ্যান্টিবায়োটিকস চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই। তবে এই মুহূর্তে আমি ভালো আছি, সব কিছুই নরমাল আছে, আশা করি সামনের সপ্তাহ থেকে তোমাদের সঙ্গে দেখা হবে। আমাদের সবটাই তোমাদের জন্য, আমাদের পাশে থেকো, নিজেরাও ভালো থেকো, সুস্থ থেকো’।
আরোগ্য কামনা
সামাজিক মাধ্যমে এই পোস্ট দেখে দর্শক থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাঁকে তাড়াতাড়ি কাজে ফেরার জন্য মানসিক আশ্বাসও দিয়েছেন।