ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৫০০ এর গণ্ডি পার করল ফুলকি (Fulki 500 Episode) ধারাবাহিক। যেখানে বাংলা ধারাবাহিক টিআরপির (TRP ) অভাবে খুব দ্রুতই বন্ধ হয়ে যায়। সেখানে ৫০০ পর্বের গণ্ডি পার করল জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকি।
টিআরপি-র অভাব (Fulki 500 Episode)
বর্তমান সময়ে দেখা যায়, টিআরপির অভাবে এক দুই মাসের মধ্যেই সদ্য শুরু হওয়ার ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে। সেই সময় দাঁড়িয়ে দর্শকদের মন ৫০০ পর্ব (Fulki 500 Episode) ধরে জয় করে আসছে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফুলকি।
আরও পড়ুন: Subhashree-Jeetu New Work: দীপাবলিতে টলিপাড়ায় বড় খবর! চমক আনছে শুভশ্রী-জিতুর জুটি
মুখ্য চরিত্রে কারা? (Fulki 500 Episode)
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিষেক (Abhishek Bose) ও দিব্যানি (Devyani Mondal)। এছাড়া অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিশকা হালিম, কৌশাম্বি চক্রবর্তী, অর্পিতা, আভেরি, শার্লি মোদক সহ একাধিক পরিচিত মুখেরা।
আরও পড়ুন: Dev in Mumbai: মুম্বই উড়ে গেলেন দেব! টলিউড ছেড়ে তবে কি এবার বলিউডে এন্ট্রি?
গল্পের চমক (Fulki 500 Episode)
এই ধারাবাহিকের গল্প অনুসারে চমক রয়েছে প্রতিপর্বে। এই ধারাবাহিকের মধ্যে রয়েছে প্রেম, বিচ্ছেদ ক্যারিয়ারের সফলতা ও পারিবারিক মেলবন্ধন। দিব্যানির এটি প্রথম ধারাবাহিক। কিন্তু অভিনেত্রীর অভিনয় দেখে কেউ ধরতে পারবেন না, তিনি নবাগতা। অভিষেক ধারাবাহিক জগতে বহু পরিচিত মুখ। অভিষেকের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করা দিব্যানির জন্য ছিল বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে হাসিমুখে জয় করেছেন এই অভিনেত্রী। রোহিত-ফুলকির (Rohit -Fulki) একসাথে দৃশ্য দেখতে দর্শক বারংবার পছন্দ করেন। ফুলকি রোহিতের অন স্ক্রিন কেমিস্ট্রি থেকে অফ ক্যামেরা বন্ধুত্ব, দর্শকদের ভারী প্রিয়।
তালিকার শীর্ষে (Fulki 500 Episode)
প্রায় প্রতি সপ্তাহে এই ধারাবাহিক টিআরপি তালিকায় শীর্ষস্থানে অবস্থান করেন। প্রতিপক্ষ চ্যানেলের টিআরপি বাড়তে দেয় না এই ধারাবাহিক। সন্ধ্যে সাড়ে সাতটায় বাজলেই রোহিত ফুলকি এবং ফুলকি পরিবারের সবার অভিনয় দেখার জন্য দর্শক সর্বদাই চোখ রাখেন জি বাংলার পর্দায়।