ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২৬ ফেব্রুয়ারি বুধবার মহা শিবরাত্রি (Maha Shivratri) । শিবরাত্রি উপলক্ষে জি বাংলার (Zee Bangla) একাধিক মেগায় ধামাকাদার পর্ব (Bengali Serial Updates)। শিবরাত্রিকে কেন্দ্র করে গল্পে এল নতুন নতুন টুইস্ট। ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) থেকে ‘মিত্তির বাড়ি’ (Mittir Bari) ধারাবাহিকের গল্পের মোড় কোন দিকে যাচ্ছে? শিবরাত্রিতে নায়ক নায়িকারা ঠিক কী করতে চলেছেন? সেই কথাই থাকছে আজকের প্রতিবেদনে।
গুলিবিদ্ধ ধ্রুব, এবার কী করবে জোনাকি? (Bengali Serial Updates)
‘মিত্তির বাড়ি’তে এখন ধুন্ধুমার কাণ্ড (Bengali Serial Updates)। ছদ্মবেশে বাদশার ডেরায় স্বীকারোক্তি আদায় করতে গিয়েছিল ধ্রুব। কিন্তু সেখানে গিয়েই সে মহাবিপদে পড়ে। ধ্রুব গুলিবিদ্ধ হয়। একদিকে যখন শিবরাত্রি পুজোকে কেন্দ্র করে তোড়জোড় চলছে, আর তখন ধ্রুব গুলিবিদ্ধ হল। এই খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা মিত্তির বাড়িতে। অপরদিকে এই অবস্থার জন্য অজয়-তপোতির রোষের মুখে পড়েছে জোনাকি। এবার কী করবে জোনাকি? সেই গল্পই থাকছে আগামী পর্বে। কিন্তু জোনাকি থেমে নেই। ধ্রুবর প্রাণ বাঁচাতে মরণপণ প্রতীক্ষা করেছে সে।
কঠিন পরিস্থিতির মোকাবিলা (Bengali Serial Updates)
কিছুদিন আগেই দেখা গিয়েছিল, ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন মধুরিমা চক্রবর্তী (Bengali Serial Updates)। তাকে দেখা যাচ্ছে, ধ্রুবর বাবা অর্থাৎ জোনাকির শ্বশুরের প্রাক্তন প্রেমিকার চরিত্রে। এত বছর পর তিনি মিত্তির বাড়িতে যে নতুন ঝড় তুলতে চলেছেন সেটা স্বাভাবিক। ধারাবাহিকের অনুরাগীরা বুঝতে পারছেন, ধ্রুব-জোনাকির জীবনে নতুন করে একের পর এক বিপদ আসতে চলেছে। যদিও ধ্রুব এবং জোনাকি হাত মিলিয়ে সমস্ত কঠিন পরিস্থিতি মোকাবিলা করছে।

আরও পড়ুন: AbRam Khan: শাহরুখ পুত্রের অবাক কীর্তি, হতবাক নেটিজেনরা! গিটার হাতে কী করল?

অনিকেত আর শ্যামলীর জীবনে নতুন ঝড়
অপরদিকে একই ভাবে জোড়া বাড়ির সকল সদস্য শিবরাত্রি উপলক্ষে মেতে উঠেছে। বলা হচ্ছে, ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের কথা। শিবরাত্রির প্রস্তুতিতে সামিল হয়েছে সবাই। নির্জলা উপবাস রেখেছে শ্যামলী। তার উপবাসের কথা শুনে অনিকেতও সিদ্ধান্ত নিয়েছে, সেও একই ভাবে উপোস করবে। কিন্তু অনিকেতের এই সিদ্ধান্ত অনন্যা কিছুতেই মেনে নিতে পারে না। এরপর কী হবে? শ্যামলী আর অনিকেতকে এভাবে একসাথে দেখে অনন্যা ঠিক কী করতে চলছে? শিবরাত্রিকে কেন্দ্র করে অনিকেত আর শ্যামলীর জীবনে নতুন ঝড় উঠতে চলেছে না তো? এমনই একগুচ্ছ প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছে দর্শকরা।

আরও পড়ুন: Ananya-Sukanta: বিয়ে করলে কাজ কম পাবেন অনন্যা! সত্যি কি তাই?

টিআরপিতে ভালো ফলাফল
প্রসঙ্গত, বর্তমানে জি বাংলার মেগা ‘মিত্তির বাড়ি’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’, এই দুই ধারাবাহিকই টিআরপির সেরা দশের মধ্যে রয়েছে। গত সপ্তাহে টিআরপিতে ৬.৯ পেয়ে চতুর্থ স্থান পেয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। অপরদিকে অষ্টমে রয়েছে ধ্রুব-জোনাকির কেমিস্ট্রি।