ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : শুরু হল অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫ (BGBS 2025)।কলকাতার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বুধবার দুপুর ২টোয় শুরু হয় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS 2025) উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের মন্ত্রী ইওন ক্যান পুনসো। শিল্পপতিদের মধ্যে ছিলেন মুকেশ অম্বানী (Mukesh Ambani), সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জীব পুরী, সজ্জন জিন্দল, হর্ষ নেওটিয়া, হর্ষবর্ধন আগরওয়াল। উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। উপস্থিত ছিলেন ৪০ দেশের প্রতিনিধি।
বিরোধীদের সমালোচনার জবাব মমতার (BGBS 2025)
বছর বছর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS 2025) নিয়ে বিরোধীদের কটাক্ষ উড়ে আসে।বিরোধীদের অভিযোগ, বহু ঢাকঢোল পিটিয়ে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হলেও আদতে বাংলায় লগ্নি আসে না। এদিন বিরোধীদের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “অনেকেই বলেন বাণিজ্য সম্মেলন করে কী লাভ? বছর বছর কেন সম্মেলন, জানতে চান অনেকে। আমি বলব, আমরা শুরু করেছিলাম। এখন সব রাজ্য করছে। এতে ভুল কী? যুবসমাজ, আগামী প্রজন্মকে উৎসাহিত করতে হবে। বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান বাড়াতে হবে আমাদের। এগিয়ে যেতে হবে। নইলে যুবসমাজ পেরে উঠবে না।”
বিনিয়োগের জন্য কেন আদর্শ বাংলা ? (BGBS 2025)
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ (BGBS 2025) থেকে বাংলাকে বিনিয়োগের আদর্শ রাজ্য বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, রাজ্যে বিনিয়োগের আদর্শ পরিবেশ রয়েছে ৷ বাংলার জিডিপি জাতীয় জিডিপি-র থেকেও বেশি। এখানে বিনিয়োগ করলে শিল্পপতিদের কোন বাধার সম্মুখীন হতে হয় না। বিনিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ জায়গা। আসুন বাংলায় বিনিয়োগ করুন।এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় ধর্মঘট হয় না। এখানে কর্মসংস্কৃতি ফিরেছে। নারীর ক্ষমতায়নে শীর্ষে বাংলা ৷ ক্ষুদ্র ও কুটিরশিল্পেও এক নম্বরে। পথ দেখাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী।
আরও পড়ুন : ইঁদুর-দৌড়ের দিনে মানুষ কি মানুষের জন্য? অমোঘ ভালোবাসার বার্তা দেয় বইমেলা-ও
ওয়ান-স্টপ সিনার্জি কমিটির ঘোষণা
বঙ্গ বাণিজ্য সম্মেলেনের প্রথম দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন, তার মধ্যে রয়েছে ওয়ান-স্টপ সিনার্জি কমিটি। শিল্পের যে কোন প্রস্তাব দ্রুত রূপায়ন করতে নিউ স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটি সমস্ত দফতরকে নিয়ে কাজ করবে ৷ সেই কমিটির নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব। বিভিন্ন দপ্তর ও বিভাগ না ঘুরে ওয়ান স্টপ সমাধান দেওয়ার কাজ করবে এই কমিটি। যাতে যাঁরা বিনিয়োগ করতে চান তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের প্রকল্প রূপায়ন করতে পারেন।
আরও পড়ুন : আরজি করে দুর্নীতি মামলায় বিচারের গতি কমানোর আবেদন, প্রধান বিচারপতির দ্বারস্থ সন্দীপ-সহ পাঁচ
দেউচা পাচামি কয়লাখনি
এদিন এই মঞ্চ থেকেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোল ব্লক দেউচা পাঁচামি নিয়েও এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার থেকেই সেখানে কয়লা উত্তোলন শুরু হচ্ছে ৷ এই প্রকল্পে ইতিমধ্যেই 35 হাজার কোটির বিনিয়োগ হয়েছে ৷ একই সঙ্গে কর্মসংস্থান হবে প্রায় 2 লক্ষ লোকের। মুখ্যমন্ত্রী এদিন জানান, দেউচা পাঁচামিতে প্রায় 1240 মিলিয়ন টন কয়লা এবং 1600 মিলিয়ন টন ব্যাসাল্ট রয়েছে ৷ এক্ষেত্রে কেউ এই বিনিয়োগে অংশীদার হতে চাইলে স্বাগত। একইসঙ্গে স্থানীয় মানুষকে সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।