ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক সময় শিল্প ও সংস্কৃতির উজ্জ্বল কেন্দ্রবিন্দু ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি— টলিউড (Biswas Brothers Choking Tollywood)। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো কিংবদন্তিরা এই মাটি থেকেই পথ দেখিয়েছিলেন সমগ্র দেশকে। কিন্তু সেই গৌরবময় ইন্ডাস্ট্রি আজ কঠিন সংকটের মুখে। কাজের সংখ্যা কমছে, প্রজেক্ট বাতিল হচ্ছে, বাইরের প্রযোজকরাও আর কলকাতায় আসতে চাইছেন না।
শিল্পীদের অভিযোগ (Biswas Brothers Choking Tollywood)
শিল্পীদের অভিযোগ, এর পিছনে মূল কারণ— টলিউডে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর তৈরী ‘একুশে আইন’ (Biswas Brothers Choking Tollywood)। শিল্পীদের একাংশের দাবি, স্বরূপ বিশ্বাসের অনুমতি ছাড়া টলিউডে কোনও কাজ হচ্ছে না। তাঁর ফোন এলে শ্যুট বন্ধ হয়ে যাচ্ছে, প্রজেক্ট বাতিল হচ্ছে। আর কেউ প্রতিবাদ করলেই তাদের নাম উঠে যাচ্ছে ‘ব্যান লিস্ট’-এ।
ফিরছে প্রযোজকরা (Biswas Brothers Choking Tollywood)
এখানেই শেষ নয়। অভিযোগ, বাইরের প্রযোজকরা এসে নিয়মের জটিলতা, অপ্রয়োজনীয় খরচ এবং ‘দাদাগিরি’র মুখোমুখি হয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন (Biswas Brothers Choking Tollywood)। অভিযোগ আরও আছে। স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ায় অনেক অভিজ্ঞ শিল্পীও এখন কর্মহীন। কেউ কেউ বাধ্য হয়ে অন্য পেশায় চলে গিয়েছেন। কমে যাচ্ছে মানসম্পন্ন কাজের সংখ্যা। টেলিভিশনের দুনিয়াতেও তার প্রভাব স্পষ্ট। কয়েক মাসেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক, এমনকি টিআরপি ভালো থাকা শো-ও টিকছে না।
আরও পড়ুন: Suvendu Adhikari: ১৩ জুলাই শুভেন্দুর মিছিলে মেলেনি পুলিশি অনুমতি, অনুমতি না পেয়ে হাইকোর্টে বিজেপি
কী বললেন দেবরাজ মুখার্জি
ট্রাইব টিভি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে টলিউডের প্রখ্যাত অভিনেতা দেবরাজ মুখার্জি জানিয়েছেন, ‘ভালো কনটেন্ট হচ্ছে না। বাইরে থেকে প্রডিউসাররা আসছেন না। কারণ, এখানকার নিয়ম অনুযায়ী বাজেট ওভার হয়ে যাচ্ছে। সেই জন্য বাইরের কাজ এখানে আসা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ‘পুষ্পা’ এখানে রেকি করেও কাজ করেনি। আমি আমার বাড়িতে কী খাব, সেটাও আমি ঠিক না করে যদি বাইরের লোক ঠিক করে, তাহলে কী হবে! রুল সেট করে দেওয়া হচ্ছে। সেগুলো মেনে কাজ করতে হচ্ছে। সেজন্য নতুন প্রডিউসাররা আসছেন না কাজ করতে বা একটা কাজ করে লোকসানের মুখ দেখছেন।”
আরও পড়ুন: Joka-Esplanade Metro: জোকা-এসপ্ল্যানেড রুটে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু, খিদিরপুরে নামল টিবিএম
কী বললেন কৌশিক ভট্টাচার্য
আবার আরেক অভিনেতা কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, ‘কোভিডের পর কাজ যথেষ্ট পরিমাণে কমেছে। সিরিয়ালের সংখ্যাও কমেছে। সিরিয়াল এখন তিন মাস, ছ-মাস, আড়াই মাসে বন্ধ হয়ে যাচ্ছে। টিআরপি ভালো আছে এমন সিরিয়ালও বন্ধ হয়ে যাচ্ছে। কোন বিশ্বাসের জন্য কি হারাচ্ছি, আমরা জানি না । একটা টলমলে অবস্থা তৈরি হয়েছে। যাদের এটার উপর সংসার চলে, তাদের জন্য এটা চিন্তার ব্যাপার। অনেক ভালো আর্টিস্ট এখন বসে আছেন। ইন্ডাস্ট্রির অনেক লোকজন অন্য প্রফেশনে চলে গিয়েছে। দুঃখটা সেখানে। তাঁরা তাঁদের যোগ্যতার জন্য চলে যাননি। তাঁরা কাজ পাচ্ছেন না বলে চলে গিয়েছেন। আমিও কাজ না পেলে অন্য কোনও পথ বেছে নিতে হতে পারে। মানটা আস্তে আস্তে সরে যাচ্ছে। যোগ্যতার জায়গাটা বিচার করা হচ্ছে না। কাজের মান খারাপ হচ্ছে। দর্শকরা ভালো জিনিস পাচ্ছে না।’