ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: “আমার এত খারাপ অবস্থা হয়নি যে, সিরিয়াল করব।” এমনটাই নাকি বলেছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। সোশ্যাল মিডিয়ায় ( Social Media) চোখ রাখলেই দেখতে পাবেন, বিভিন্ন পেজ থেকে শুরু করে কমেন্ট বক্স, শুধু ট্রোল আর ট্রোল। কিন্তু আদৌ কী অভিনেতা এই কথা বলেছিলেন? আসল ব্যাপারটা কী?
ফেসবুক পোস্ট বনির (Bonny Sengupta)
একজন অভিনেতা তার প্রফেশনের (Profession) জায়গা থেকে আদৌ কী সিরিয়ালের অভিনয় (Acting) নিয়ে কথা বলতে পারেন? কখনই নয়। দাবি অভিনেতার। তাহলে বিষয়টা কী হয়েছিল? পুরো বিষয়টাই খোলসা করলেন অভিনেতা। বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ফেসবুকে (Facebook) একটা ভিডিয়ো আপলোড করেছেন। ঠিক কী হয়েছিল, সেখানে সেই কথা তিনি তুলে ধরেন। দাবি, তাঁর কথার ভুল মানে বের করছেন অনেকে। তিনি একেবারেই সিরিয়ালে যারা অভিনয় করেন, তাদের ছোট করে কোনও কথা বলেননি এবং বলতে পারেন না।
আরও পড়ুন: Neem Phooler Madhu: উড়িয়া ব্রাহ্মণ রুবেল দাস! নিম ফুলের মধুর সেটেই ফাঁস সত্যি
কী বললেন বনি? (Bonny Sengupta)
বনি স্পষ্ট জানিয়েছেন, ভিডিয়োটি করার একটাই কারণ। তার নামে একটা ভুল খবর ছড়াচ্ছে। তিনি নাকি বলেছেন, যারা সিরিয়াল করেন তাদের অবস্থা খুব খারাপ। এতটা অবস্থা খারাপ তার হয়নি যে তাকে সিরিয়াল করতে হবে। অভিনেতা যুক্তি এই কথাগুলো তিনি একদমই বলেননি। কি হয়েছিল তাহলে?
মূল ঘটনা
জানান, তার কাছে এক রিপোর্টারের ফোন আসে। সেই রিপোর্টার প্রশ্ন করেন, বনি সেনগুপ্ত কি সিরিয়াল করছেন? তখন অভিনেতার উত্তর ছিল, তিনি কোনও সিরিয়াল করছেন না। সেই সময় তাকে একটা স্ক্রিনশট পাঠানো হয়। যেখানে ফ্ল্যান ক্লাবের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছিল। যদিও অভিনেতা সেটাকে নিউজ বলে মনে করেন না। সেখানে লেখা ছিল, অভিনেতা স্ক্রিন শেয়ার করে সিরিয়াল করছেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
পোস্টের দাবি
ওই পোস্টে দাবি করা হয়। খাদানকে না বলার পর অভিনেতার কাছে নাকি কোনও কাজ নেই। তাই শেষমেষ সিরিয়ালে জয়েন করতে হয়েছে। যদিও বিষয়টাকে অভিনেতা বনি সেনগুপ্ত মাথায় রাখেননি। কিন্তু বিষয়টা দেখে তার একটু খারাপ লেগেছিল। তখন তিনি রিপোর্টারকে বলেন, তার এতটাও খারাপ অবস্থা হয়নি যে কারোর সঙ্গে স্ক্রিন শেয়ার করে সিরিয়াল করতে হবে। আর কথাটা তিনি বলেছিলেন তার খারাপ লাগা থেকে। তিনি কখনোই সিরিয়ালকে খারাপ বলেননি।
আরও পড়ুন: Anupam Kher: অভিনয় ছাড়ছেন অনুপম খের! কিন্তু কেন?
বন্ধ করার দাবি
তার বক্তব্য, বিষয়টাকে এবার এখনই স্টপ করা উচিত। ভাইরাল হওয়া বিতর্কিত এই মন্তব্যের কারণে সিরিয়ালের কিছু মানুষের খারাপ লেগেছে আর লাগাই উচিত। কারণ কথাটা ভুল বার্তা দিয়েছে। অভিনেতার দাবি, এই কথাটা তাঁর নয়। কারণ তার পরিবারের সবাই অভিনয় প্রফেশনের সঙ্গে যুক্ত। তিনি ছোট থেকে সেই ঘরানায় বড় হয়েছেন তিনি কখনোই যে কোনও অভিনয়ের প্রফেশনকে খারাপ বলতে পারে না। বনির দাবি, যারা তাকে চেনেন, তারা জানেন তিনি ঠিক কেমন। তিনি এমন টাইপের মানুষ নন, যে কাউকে ছোট করে কথা বলবেন। কিংবা কারোর প্রফেশনকে ছোট করবেন।