ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলন্ত বাসের গেটের সামনে ফুটবোটে দাঁড়িয়ে থাকা নিয়ে যাত্রীদের সঙ্গে বচসা এক স্কুল পড়ুয়ার। স্কুল ছাত্রকে কন্ডাক্টর নামিয়ে দিলে, বাসের কন্ডাক্টরকে মারধরের অভিযোগ সাথে পড়ুয়ার বাবার বিরুদ্ধে। প্রতিবাদে বাস ধর্মঘট কালনা-কৃষ্ণনগর-রানাঘাট রুটে (Bus Drivers on Strike)।
সোমবার কালনা-কৃষ্ণনগর চলন্ত বাসে কৃষ্ণনগর থেকে গেটের কাছে ফুটবোটে দাঁড়িয়েছিল এক স্কুল পড়ুয়া! বাসের কন্ডাক্টর এবং যাত্রীরা একাধিকবার সরে যেতে বললেও কর্ণপাত করেনি ওই স্কুল পড়ুয়া। (Bus Drivers on Strike) পরবর্তীতে বাস থেকে মাঝপথ দুর্গাপুর এলাকায় সকল যাত্রীদের অনুরোধে ওই ছাত্রকে নামিয়ে দেয় বাসের কন্ডাক্টর। পরে ওই পড়ুয়া বাসের ছবি তুলে বাবাকে পাঠালে, তার বাবা দলবল নিয়ে নদীয়ার শান্তিপুর কাশ্যপ পাড়া এলাকায় বাসের কন্ডাক্টরকে বেধরক মারধর করে বলে অভিযোগ।
আরও পড়ুন: Arms Recovered: শিয়ালদহ স্টেশনের কাছেই মিলল অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার উত্তরপ্রদেশের ৫ বাসিন্দা
অভিযোগ, বাস কন্ডাক্টরের নামে মিথ্যে অভিযোগ দায়ের করে ছাত্রের অভিভাবক এবং তাদের দলবল। অন্যদিকে আহত কন্ট্রাক্টারকে নিয়ে শান্তিপুর হাসপাতালে চিকিৎসা করাতে যান স্থানীয়রা। বাসের মালিকের শান্তিপুরে বাড়ি হওয়ার সুবাদে তিনিও ছুটে আসেন। তিনি লিখিত অভিযোগ জানাবেন বলেই প্রাথমিকভাবে জানিয়েছিলেন। আর সেই কারণেই চালক কিংবা ড্রাইভার কেউই অভিযোগ জমা করেননি।
ভোগান্তিতে নিত্য যাত্রীরা (Bus Drivers on Strike)
তাই সোমবার রাতে পড়ুয়ার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে আক্রান্ত কন্ট্রাক্টার এবং ড্রাইভারকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। রাতেই ড্রাইভারকে ছেড়ে দেওয়া হলেও ছাড়া হয়নি কন্ট্রাক্টারকে। আর তার প্রতিবাদে মঙ্গলবার সকালে কৃষ্ণনগর-কালনা, কৃষ্ণনগর-রানাঘাট, দত্তফুলিয়া-কালনা, রানাঘাট-কৃষ্ণনগর মোট ৫৪টি বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে প্রতিবাদ বাস কর্মচারীদের (Bus Drivers on Strike)। ঘটনায় ভোগান্তি নিত্য যাত্রীদের।

তবে বেশকিছু নিত্য যাত্রীরা জানিয়েছেন, প্রায়শই ওই পড়ুয়া বাস কর্মচারীদের সঙ্গে রীতিমতো কটুক্তি এবং বচসা শুরু করে। ওই ছাত্র গতকালও বাসের যাত্রীরা সকলে মিলে বোঝানোর চেষ্টা করে ভেতরে আসার জন্য কিন্তু তাদেরকেও কটুক্তি করে সে। এরপর যাত্রীদের কথা মতো বাস কন্ট্রাক্টার ওই ছাত্রকে কৃষ্ণনগর-দুর্গাপুর এলাকায় বাস থেকে নামিয়ে দেয়।
আরও পড়ুন: Abas Yojona: আবাস যোজনার টাকায় কাটমানির অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা
তবে যাত্রীদের যেমন নিরাপত্তা থাকতে পারে তেমনি চালক এবং সহযোগীদেরও নিরাপত্তার দাবিতে অসংগঠিত ভাবে শতাধিক বাস চালক এবং সহকারি আজ বাসে করে শান্তিপুর থানায় পৌঁছায় লিখিত অভিযোগ জমা দিতে। (Bus Drivers on Strike) একইসঙ্গে বাস মালিকদের পক্ষ থেকেও লিখিত অভিযোগ করা হচ্ছে বলেই জানা গেছে। যদিও গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে, ওই ছাত্রের পিতার কোন ভিডিও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে তিনি জানিয়েছেন, তার ছেলেকেও মারধর করা হয়েছে।
ড্রাইভার কিংবা কন্ডাক্টরের আচরণ প্রসঙ্গে নানান কথা উঠে আসলেও অনেকেই ছাত্রের বাবার আচরণ প্রসঙ্গে অসন্তুষ্ট। অন্যদিকে আহত বাস কন্ট্রাক্টার প্রশ্ন তুলেছেন মিথ্যে অভিযোগের ভিত্তিতে সারারাত তাকে অসুস্থ অবস্থাতেও থানায় আটকে থাকতে হয়েছে। তবে দুপক্ষের মধ্যে আলোচনা ভিত্তিক মীমাংসা চাইছেন না তারা। প্রয়োজন হলে কোর্টের দ্বারস্থ হবেন বলে জানা গেছে।