ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : সাক্ষীরা স্বাধীনভাবে কথা বলতে ভয় পাচ্ছেন (Calcutta high court)। বগটুই কান্ডের মামলা বীরভূমের বাইরে অন্য কোনও আদালতে স্থানান্তর করে ট্রায়ালের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta high court) দ্বারস্থ সিবিআই। মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর। ৪ আগস্ট, আগামী সোমবার শুনানির সম্ভাবনা।
বগটুই কান্ডের মামলা স্থানান্তরের আর্জি (Calcutta high court)
বগটুই কান্ডের মামলা বীরভূম থেকে সরিয়ে অন্যত্র কোনও আদালতে ট্রায়ালের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই আবেদন জানায় সিবিআই (Calcutta high court)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। ফলে তদন্তের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সাক্ষীরা নির্দ্বিধায় সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন। স্বাধীনভাবে কথা বলতে পারছেন না। এভাবে ট্রায়াল সম্ভব নয়। তাই বুধবার এই মামলা বীরভূমের বাইরে অন্য কোনও আদালতে স্থানান্তরিত করে ট্রায়ালের আবেদন জানাল সিবিআই। সিবিআই-এর এই আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ৪ আগস্ট, আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : Weekly Weather Report: চলতি সপ্তাহেও কি হতে পারে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
কী ঘটেছিল ? (Calcutta high court)
উল্লেখ্য, ২০২২ সালের ২১ মার্চ রাতে রামপুরহাট থানার ১৪ নম্বর জাতীয় সড়কের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় স্থানীয় তৃণমূল নেতা তথা স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপ-প্রধান ভাদু শেখকে (Calcutta high court)। সেই রাতেই বগটুই গ্রামের বেশ কিছু বাড়িতে ভাদু শেখের অনুগামীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। অগ্নিকাণ্ডে মৃত্যু হয় দশজনের। তার মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু।
গোটা ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মামলার তদন্তে নেমে সিবিআই তৎকালীন রামপুরহাট এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি আনারুল হোসেন-সহ ২৩ জনের নামে প্রথম চার্জশিট জমা দেয়। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন রয়েছে। তার মধ্যেই এবার মামলা বীরভূমের বাইরে অন্য আদালতে স্থানান্তরের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই।