ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্যের জন্মশতাব্দী উপলক্ষে লক্ষাধিক ভক্ত সমাগম হাওড়ায়। শনিবার শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য অনুষ্ঠিত হল হাওড়ায়। এই উপলক্ষে ধর্মসভা ও বিরাট শোভাযাত্রার আয়োজন করা হয়।
জানা গিয়েছে, নিখিল ভারত শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য্য ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভক্তি দয়িত মাধব গোস্বামী মহারাজের প্রিয় শিষ্য ছিলেন ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। শুধু তাই-ই নয়, তিনি প্রতিষ্ঠানের পূর্বতন আচার্য্যদেব তথা বিশ্ব বৈষ্ণব রাজসভার প্রাক্তন অধ্যক্ষও ছিলেন।
আরও পড়ুন: https://tribetv.in/peoples-of-manmathapur-offering-bhagwat-path-with-enthusiasm/
শনিবার বিরাট ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। করাতবেড়িয়া থেকে লক্ষাধিক মানুষের শোভাযাত্রা হরিনাম সংকির্তনের মাধ্যমে হাইরোডে পানপুর মোড়ে গিয়ে শেষ হয়। ভক্ত সন্নাসী ও সাধারন মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহন করেন। ছৌনাচ সহ ভারতীয় সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয় শোভাযাত্রায়। রবিবারও বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। ধর্মসভায় বহু বিশিষ্ট মানুষ অংশ নেন।