ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লাদাখ সীমান্তে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চিন(Chinese Army on Eastern Ladakh)। গোয়েন্দা সূত্র এবং মার্কিন স্যাটেলাইট চিত্র বিচার বিশ্লেষণ করে এমনই আশঙ্কার করা হচ্ছে বলে জানা যায়। এই আশঙ্কার কথা ভুল মনে করতে পারছেন না প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
গালওয়ানে ভারত-চিন সেনা সংঘাত ২০২০ (Chinese Army on Eastern Ladakh)
২০২০ সালে গালওয়ানে ভারত-চিন সেনা সংঘাতের ফলে শহিদ হন এক কমান্ডার সহ ১৫ জন ভারতীয় সেনা জওয়ান। মৃত্যু হয় ৫০ থেকে ৬০ জন চিনা সেনারও। তবে এক কমান্ডারের মৃত্যুর খবর ছাড়া আর কোনো মৃত্যুর ঘটনা স্বীকার করেনি বেজিং। সেই ঘটনার জেরে সীমান্তে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়(Chinese Army on Eastern Ladakh)। দুদেশের সেনা কমান্ডার এবং কূটনৈতিকদের বৈঠক করেন বহুবার। এবং অবশেষে ২০২৪ সালের অক্টোবর মাসে সমঝোতার পর এলএলসি থেকে সেনা পিছিয়ে নেয় দু দেশ।
স্যাটালাইট চিত্র কী বলছে? (Chinese Army on Eastern Ladakh)
স্যাটেলাইট চিত্র ভারতীয় গোয়েন্দাদের হাতে এলে তাতে দেখা যাচ্ছে পূর্ব লাদাখের হাড় কাঁপানো ঠান্ডায় বরফে ঢাকা পর্বত শৃঙ্গে ট্যাঙ্ক, সাজোয়া গাড়ি, কামান সহ ভারী অস্ত্র শস্ত্র নিয়ে সামরিক মহড়া চালাচ্ছে পিপলস লিবারেশন আর্মির ঢিংজিয়ান সেনা কমান্ডারের অধীন মেকানিক রেজিমেন্ট(Chinese Army on Eastern Ladakh)। গোলন্দাজ বাহিনী ছাড়াও এই যুদ্ধাভ্যাসে যুক্ত হয়েছে পিএলএ-র ড্রোন ইউনিটও। জানুয়ারির এই প্রবল ঠান্ডায় ১৯ হাজার ফুটেরও বেশি উচ্চতায় ড্রাগন কেন সামরিক মহড়া চালাচ্ছে তা নিয়ে আতঙ্কে ভারত।
আরও পড়ুন:Budget 2025: ২০২৫-এর বাজেটে কর কাঠামোতে বড় পরিবর্তনের আশা! কী হতে পারে নতুন ঘোষণা?
কীভাবে প্রস্তুতি নিচ্ছে লালফৌজ?
অত্যাধুনিক হাতিয়ার এবং ড্রোন ব্যবহার করেছে ড্রাগনল্যান্ডের পিপল্স লিবারেশন আর্মি (পিএলএ)। পাশাপাশি যুদ্ধের সময়ে দ্রুত রণাঙ্গনে সৈনিকদের কাছে গোলা-বারুদ এবং রসদ পৌঁছে দেওয়ার অভ্যাসও চালিয়েছে তারা(Chinese Army on Eastern Ladakh)। লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় যুদ্ধাভ্যাস চালিয়ে হিমালয় অঞ্চলের যে কোন জায়গায় লড়াইয়ে নিজেদের ফৌজের শক্তি বৃদ্ধি করতে চাইছে চিন। এই এলাকায় পিএলএর অফিসার এবং জওয়ানেরা যে সমস্ত শারীরিক চ্যালেঞ্জের মুখে পড়ছেন, সেটা কাটিয়ে ওঠা ড্রাগনের মূল লক্ষ্য। আগামী দিনে আবার আগ্রাসনের রাস্তায় হাঁটতে পারে বেজিং বলে জানা যাচ্ছে। তার আগে লালফৌজকে সব রকম ভাবে তৈরি করতেই এই পদক্ষেপ তাঁদের।
আরও পড়ুন:Z-Morh Tunnel: ৮৬৫০ ফুট উচ্চতায় জ়েড-মোড় সুড়ঙ্গ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ঘুরে দেখলেন নিজেই
কী পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি?
এই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক হয়ে উঠেছে ভারতীয় সেনা। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আর পাঁচটা সাধারণ যুদ্ধ মহড়ার থেকে একেবারেই আলাদা। পাহাড়ের এত উঁচুতে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ায় এটা স্পষ্ট যে লাদাখ সীমান্তে ভারতের বিরুদ্ধে নতুন কোনও ছক শুরু করেছে সি জিনপিং। ওই ঘটনার পর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বিপুল পরিমাণে বাহিনী মোতায়েন করে নয়াদিল্লি। কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ নয়াদিল্লি। বন্ধু দেশগুলির সঙ্গে একাধিক সামরিক মহড়ায় যোগ দিচ্ছে এ দেশের তিন ফৌজ। তালিকায় রয়েছে ফ্রান্স এবং আমেরিকার মতো উন্নত সামরিক রাষ্ট্রও।