ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘তোমাকে ভালোবেসে’ (Tomake Valobeshe) ধারাবাহিকের প্রোমো বহুদিন আগেই এসেছিল। কিন্তু এই ধারাবাহিক নিয়ে কম জল্পনা ছিল না (Chirodini Tumi Je Aamar)। দিতিপ্রিয়ার (Ditipriya Roy) বিপরীতে নায়ক কে হবেন? এই নিয়ে অনেক কথাই শোনা গিয়েছিল। তবে এও জানা যায়, জিতু কমল (Jeetu Kamal) হতে চলেছেন নায়ক। জল্পনাই সত্যি হল। প্রকাশ্যে এসেছে ধামাকাদার প্রোমো। এবার অসমবয়সী প্রেমের গল্প বলবে, জিতু-দিতিপ্রিয়া জুটি। কিন্তু প্রশ্ন হল, ধারাবাহিকের নাম হঠাৎ বদলে গেল কেন? ‘তোমাকে ভালোবেসে’ থেকে হয়ে গেল ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Aamar)। সোজা কথায়, বদলে গিয়েছে ধারাবাহিকের পূর্ব ঘোষিত নাম।
ছোট পর্দায় জিতু দিতিপ্রিয়ার কামব্যাক (Chirodini Tumi Je Aamar)
‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Aamar), এই ধারাবাহিকের হাত ধরে শুধুমাত্র দিতিপ্রিয়া নন, বরং পাশাপাশি জিতুও বহুদিন পর ছোট পর্দায় কামব্যাক করলেন। তাছাড়া এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মনে আশা আকাঙ্ক্ষা কম ছিল না। আগের বারের প্রোমোতে দেখানো হয়েছিল, দিতিপ্রিয়ার যিনি প্রেমিক বা বর হবেন, তিনি আকাশ থেকে বিমানে করে নামবেন মাটিতে। কিন্তু দ্বিতীয় প্রোমোতে দেখা গেল, একটু অন্যরকম দৃশ্য। সত্যি হেলিকপ্টার থেকে নেমে এলেন গল্পের নায়ক। কিন্তু গল্পের আঙ্গিকটাই যেন বদলে গিয়েছে।
দিতিপ্রিয়ার মনের কথা শুনে চলেন জিতু (Chirodini Tumi Je Aamar)
এখানে নায়ক নায়িকার মনের কথা শুনে চলেন (Chirodini Tumi Je Aamar)। নায়িকা যা চান, করার চেষ্টা করেন। নায়ক-নায়িকার বয়সে বিস্তর ফারাক। একবার নায়িকা বলেছিলেন, তার ইচ্ছে ছিল একদিন বরফের পাহাড়ে যাবে। বরফে বসে বরফের গোলা খাবে। সেই স্বপ্ন পূরণ করতেই তাকে বরফ ঢাকা পাহাড়ে নিয়ে যায় নায়ক।

আরও পড়ুন: Tollywood: অভিমান ভাঙল পরিচালকদের! স্বাভাবিক ছন্দে ফিরছে টলিপাড়া

সাত জন্মের সম্পর্ক
দু’জনের বয়সের ফারাক অনেকটাই, স্বাভাবিক ভাবেই নায়িকা যখন ছেলে মানুষের মতো বরফ নিয়ে খেলতে, ছুটে বেড়াতে ব্যস্ত। তখন অপরদিকে একটু ভয়ে ভয়ে রয়েছে নায়ক। কিছুটা সাবধানী বলা যেতে পারে। এই বিষয়টি নিয়ে বয়সকে কেন্দ্র করে জিতুকে খোঁচা দিলেন দিতিপ্রিয়া। পরে যখন নায়িকা পা পিছলে পড়ে যাচ্ছিলেন, তখন তাকে বাঁচালেন নায়ক । তারপর জিতুর মুখে শোনা গেল , বয়স মানুষকে সাবধানী হতে শেখায়। আপরদিকে দিতিপ্রিয়া বললেন, তাদের সম্পর্ক সাত জন্মের বাঁধনে বাঁধা।

আরও পড়ুন: Parashuram Ajker Nayok: ভরা বাজারে মানুষ মারছে তৃণার বর! নারী নয়, আসছে পুরুষ কেন্দ্রিক মেগা
অসমবয়সী প্রেমের গল্প
প্রোমো দেখে স্পষ্ট, এটা একটি অসমবয়সী প্রেমের গল্প। একজন ভীষণ শান্ত, পরিণত মস্তিষ্কের। অপর জনের মন ছেলে মানুষিতে ভরা। এই ভিডিওটি শেয়ার করে চ্যানেলে তরফ থেকে লেখা হয়েছে, ভালোবাসার সত্যি হলে বয়স কোনও বাধা হতে পারে নাকি? এই ধারাবাহিকে দিতিপ্রিয়ার নাম হতে চলেছে অপু। কারণ জিতুকে বলতে শোনা গিয়েছে, ” অপু তোমাকে আমার এত চেনা কেন লাগে?”। তবে জিতুর চরিত্রের নাম কি হবে তা এখনও জানা যায়নি।