ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Aamar) ধারাবাহিকে আর্য-অপুর জুটি ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অসমবয়সী প্রেমের গল্প আগামী দিনে যে ভালো ফল করবে, তা আন্দাজ করতে পারছেন এই ধারাবাহিকের অনুরাগীরা। এই মুহূর্তে ধারাবাহিকের অন্দরে কী ঘটছে? আগামী পর্বেই বা কি ঘটতে চলেছে? মীরার ফাঁদে পড়ে, তবে কি বড় বিপদে পড়ল অপর্ণা?
মীরার ফাঁদে অপু (Chirodini Tumi Je Aamar)
অফিসে পদে পদে অপুকে হেয় করতে চাইছে মীরা (Chirodini Tumi Je Aamar)। শুধু তাই নয়, আর্য এবং অপুর সম্পর্কের রসায়ন মীরার একদমই পছন্দ হচ্ছে না। তাই অপুকে জব্দ করতে ষড়যন্ত্র করে মীরা। আর্যকে নিয়ে ভুল ফ্যাক্টরিতে চলে যায় অপু। এই ঘটনায় অপুর উপর ভীষণ রেগে যায় আর্য। সে অপুর সাথে খারাপ ব্যবহার করে ফেলে।
চিন্তায় আর্য (Chirodini Tumi Je Aamar)
অপুর ব্যবহারে বারংবার আর্য মুগ্ধ হয়েছে (Chirodini Tumi Je Aamar)। অপুর সাথে সময় কাটাতে আর্য ভালোবাসে। আর সেই আর্য অপুর সাথেই খারাপ ব্যবহার করল। অপরদিকে আর্যর কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে না পেরে, অপু মানসিক ভাবে ভেঙে পড়ে। অবশেষে আর্যকে চিঠি লিখে ফ্যাক্টরি থেকে বেরিয়ে যায় সে। অপরদিকে অপুর জন্য কর্মীদের অবস্থার কথা জানতে পেরে, আর্য অপুকে ধন্যবাদ জানাতে চায়। কিন্তু অপুকে দেখতে পায় না। তখনই চিন্তায় পড়ে যায় আর্য। এবার কী হবে? কোন দিকে যাবে ধারাবাহিকের গল্প? অপুর সাথে আর্যর দেখা হবে তো? আর্য কি তবে বুঝে যাবে, এর পিছনে মীরার ষড়যন্ত্র রয়েছে? মীরা ইচ্ছা করে অপুকে ভুল ফ্যাক্টরিতে পাঠিয়েছিল!
আরও পড়ুন: Jagaddhatri: বয়স বেড়েছে অঙ্কিতা-সৌম্যদীপের! পর্দার পিছনে দু’জনের কেমিস্ট্রি কেমন?

গল্পে টুইস্ট
আর্য একজন কোটিপতি ব্যবসায়ী। অপরদিকে অপু একেবারে সাধারণ ঘরের মেয়ে। সে শুধু চায়, খুব সাধারণ ভাবে হেসে খেলে দিন যাপন করতে। আর বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে। অপুর এই সাধারণ জীবন যাপনকেই ভালোবেসে ফেলেছে আর্য। তবে গল্পে যে প্রচুর টুইস্ট রয়েছে, তার আভাস মিলেছে আগেই। কারণ আর্যর ব্যক্তিগত জীবন সম্পর্কে এখনও সেভাবে তথ্য প্রকাশ্যে আসেনি। আর্যর পরিবারে কে কে আছে সেটাও জানা যায়নি। কেনই বা অপুর প্রতি আর্যর এমন না বলা টান, তার কারণও খুঁজছে দর্শক।

আরও পড়ুন: Varun Dhawan: শুটিংয়ের মাঝেই বরুণের বিপদ! অভিনেতার হাত দেখে কেন চিন্তিত ভক্তরা?
বাড়ছে টিআরপি
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়। এই প্রথম ছোট পর্দায় তাঁরা একসাথে জুটি বাঁধলেন। যদিও দু’জনেই ছোট পর্দার জনপ্রিয় মুখ। একসময় একের পর এক হিট ধারাবাহিক দর্শকদের উপহার দিয়েছেন। দু’জনকেই মাঝে দেখা গিয়েছিল বড় পর্দায় অভিনয় করতে। আবারও পুনরায় ফিরেছেন ছোটপর্দায়। স্বাভাবিক ভাবেই দর্শকদের জিতু এবং দিতিপ্রিয়ার কাছ থেকে প্রত্যাশা কম নয়। খুব অল্প দিনের মধ্যেই, এই ধারাবাহিক জনপ্রিয় হয়ে উঠেছে। ধীরে ধীরে বাড়াচ্ছে টিআরপির রেটিং। ইতিমধ্যেই প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে ।