Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে ঘটে গেছে দুঃসাহসিক চুরি। পদক সহ চুরি গেছে প্রচুর পুরস্কার ও স্মারক। এবার সেই চুরির তদন্তে নামলো সিআইডি (Bula Chowdhury)।
বুলা চৌধুরীর বাড়িতে চুরির তদন্তে সিআইডি
প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরী দেশের জন্য জিতেছেন বহু স্মারক এবং পদক। পেয়েছেন পদ্মশ্রী। পদ্মশ্রী প্রাপক বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে ঘটে গেছে আবারও চুরির মতো ঘটনা। তার হিন্দমোটরের বাড়িতে চুরির ঘটনায় তদন্তে নামল সিআইডি (Bula Chowdhury)। শনিবার ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আসেন সিআইডি দলের আধিকারিকরা ।

সিআইডি আধিকারিকদের সাথে ছিলেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরাও। ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। স্বাধীনতা দিবসের দিন চুরির খবর পাওয়া যায়। অভিযোগ জানানো হয় থানায়। পুলিশ অভিযোগ পাওয়ার সাথে সাথেই তদন্ত শুরু করেছে বলেছে জানা গেছে। অধিকাংশ সময়েই ফাঁকা থাকতো তার ‘সুন্দর বাড়ি” আর সেই সুযোগেই চোর হানা দিয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থল খতিয়ে দেখেছে উত্তরপাড়া থানার পুলিশ (Bula Chowdhury)।

পুজোর আগে বাড়ি পরিস্কার করার উদ্দেশে গেট খুলে বাড়িতে ঢুকতেই দেখা যায় এই কান্ড। পিছনের গেট ভাঙা দেখে অনুমান করা হচ্ছে যে চোর আসে পিছনের দরজা দিয়ে। জানা গিয়েছে, বাড়ি থেকে খোয়া গিয়েছে, সাঁতারুর জেতা সমস্ত পদক, স্মারক।
নিজের সারা জীবনের অর্জন করা এই পদক, পুরস্কার চুরি যাওয়াতে ভেঙে পড়েছেন বুলা চৌধুরী। আক্ষেপের সুর শোনা গেছে তার গলায়। জানা গেছে আগেও চুরি হয়েছিল তার বাড়িতে এবং সেই সময় নিরাপত্তা দেওয়া হলেও পরে সেটা তুলে নেয়া হয়। বারবার এরকম চুরির ঘটনা চিন্তায় ফেলেছে পুলিশ প্রশাসনকেও।

সাঁতারু বুলা চৌধুরি নয় বছর বয়সে প্রথম জাতীয় প্রতিযোগিতায় নেমে ৬টি বিভাগে ৬টি স্বর্ণ পদক জেতেন। ১৯৯১ সালে তিনি সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে ৬টি সোনা জেতেন। ১৯৮৯ সালে তিনি দূরপাল্লার সাঁতার শুরু করেন এবং সেই বছরই ইংলিশ চ্যানেল পার হন। তিনি পদ্মশ্রী ছাড়াও খেলরত্ন ও অর্জুন পুরস্কারও পেয়েছেন তাঁর কৃতিত্বের জন্য (Bula Chowdhury)।