ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘূর্ণিঝড় দানার (Cyclone Dana) প্রভাবে ক্ষতিগ্রস্ত একাধিক জেলার জেলাশাসকদের সঙ্গে শুক্রবার নবান্ন থেকে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি।
ঝড়ের (Cyclone Dana) শেষে জেলাশাসকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর
ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জেলা। ঝড় ও বৃষ্টিতে নষ্ট হয়েছে ফসল। এই পরিস্থিতিতে শুক্রবার নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “এই ঝড় জলের পরে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে পারে। ব্যবস্থা নিতে হবে। সর্দির ওষুধ, ডায়েরিয়ার ওষুধ, ওআরএস পৌঁছে দিতে হবে।”
আরও পড়ুন: Cyclone Dana: দানার দাপটে জলমগ্ন কলকাতা! চিন্তায় মৃৎশিল্পী-কৃষকরা
খাবার জলের সঙ্গে বর্ষার জল মিশে শরীর খারাপ হতে পারে। সেজন্য দুর্গত এলাকায় পর্যাপ্ত পানীয় জল পাঠানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ দানার (Cyclone Dana) প্রভাব
ঘূর্ণিঝড় দানার প্রভাবে কলকাতায় ভারি থেকে অতি ভারী বৃষ্টি হলেও ঝড়ের কোনও প্রভাব আর থাকলো না, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিগত কয়েক বছর ধরে একাধিক ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে রাজ্য। ঠিক তেমনি সেই সমস্ত ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতাতেও আছড়ে পড়েছিল। কিন্তু এবার দানার প্রভাব সেভাবেও পড়ল না কলকাতাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ করা গেলেও ঝড় কিন্তু সেই রকম ভাবে লক্ষ করা যায়নি।
কোথায় কোন সতর্কতা?
শুক্রবার লাল সর্তকতা জারি থাকবে যে জেলাগুলি সেগুলি হল ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় থাকবে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা থাকবে।
দুই বঙ্গে হবে বৃষ্টি?
২৬ তারিখ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলাতে হতে পারে। আর কোথাও কোনও সতর্কতা নেই বলেই জানা গিয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘দানা’ সামলাতে পিছিয়ে নেই বাম-বিজেপি, ঝড়-জলে মানুষের পাশে দাঁড়াতে জনসংযোগে জোর
উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আশঙ্কার কথা জানানো হয়েছে।
কালীপুজোয় বিস্ফোরণের আশঙ্কা?
অন্যদিকে জেলাশাসকদের সঙ্গে বৈঠকেই কালীপুজোর সময় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আর কয়েকদিন পরই কালীপুজো। আর এইসময় বিস্ফোরণ ঘটানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন তিনি। সেইজন্য পুলিশকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।