ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্য জুড়ে যখন ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ শিক্ষক নিয়োগ নিয়ে চলছে রাজনৈতিক ও সামাজিক তোলপাড়, ঠিক তখনই এক অভিনব প্রতিবাদের রূপ দেখা গেল মিষ্টির থালায়! অশোকনগর স্টেশন এলাকার শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার (Viral Sweet) এখন যেন শুধুমাত্র মিষ্টির দোকান নয়, হয়ে উঠেছে প্রতীকী প্রতিবাদের এক নতুন কেন্দ্র।
দোকানে দেখা মিলছে দুই ধরনের ক্ষীরের সন্দেশ— একটির নাম ‘যোগ্য’, আর অপরটির নাম ‘অযোগ্য’। শুধুমাত্র স্বাদের জন্য নয়, এই মিষ্টির মধ্যেই লুকিয়ে আছে একটি স্পষ্ট বার্তা। দোকানদার কমল সাহার কথায়, “আমরা চাই মানুষ বুঝুক, কোনটা যোগ্য আর কোনটা অযোগ্য— সেটা শুধু চাকরির দুনিয়ায় নয়, সমাজেও যেন স্পষ্ট হয়।”
আরও পড়ুন: Mid Day Meal Investigation: এক থালায় দুই বন্ধুর মিড-ডে মিল খাওয়ায় তদন্তের নির্দেশ শিক্ষা দফতরের
‘যোগ্য’ সন্দেশের জয় (Viral Sweet)
যোগ্য সন্দেশের দাম রাখা হয়েছে ২০ টাকা, এবং অযোগ্যটির ৫০ টাকা। কিন্তু দামে বেশি হলেও ‘অযোগ্য’ সন্দেশের চাহিদা নেই বললেই চলে। দোকানের প্লেটেই পড়ে থাকে সেগুলি। অন্যদিকে, যোগ্য সন্দেশ মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে (Viral Sweet)। এমনকি অনেকে অর্ডার করেও নিচ্ছেন বাড়ির জন্য। দোকানদারের মতে, “মানুষ শুধু খেতেই নয়, বার্তাটাও বোঝার চেষ্টা করছেন। খেয়াল করলে দেখা যাবে, আমরাও যেমন যোগ্য লোককে কাজ দিতে চাই, তেমনই খরিদ্দাররাও যোগ্য মিষ্টিকেই বেছে নিচ্ছেন!”

মিষ্টির থালায় প্রতিবাদ! (Viral Sweet)
মিষ্টির এই অভিনব ভাবনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ পোস্ট করছেন, “এটাই বাঙালির প্রতিবাদ”, তো কেউ লিখছেন, “যোগ্যর স্বাদ মিষ্টি হোক, তবেই তো সমাজ এগোবে!”
আরও পড়ুন: CV Anand Bose : মুখ্যমন্ত্রীর অনুরোধে গলল না বরফ, ট্রেনে চড়েই মুর্শিদাবাদের পথে রাজ্যপাল
এখানেই শেষ নয়। দোকানে আসা অনেকেই বলছেন, এই উদ্যোগ শুধু মজার নয়, এতে একটা গভীর বার্তা লুকিয়ে আছে। একজন গ্রাহক জানান, “আমি নিজে একজন প্রাইমারি শিক্ষক। আমার একাধিক বন্ধুর চাকরি চলে গেছে। যোগ্য সন্দেশ (Viral Sweet) কিনে ওদের কথা মনে করলাম। অন্তত একজন দোকানদার ওদের পাশে দাঁড়িয়েছে, এটাই অনেক।”
এই সময় যেখানে মিছিল-মিটিং-আদালত ঘিরে চলছে উত্তাল পরিস্থিতি, সেখানে একটি সাধারণ মিষ্টির দোকান থেকে উঠে এল এক অসাধারণ বার্তা— যোগ্যরই জয় হোক! মিষ্টির রূপে প্রতিবাদ হোক শান্ত, সংবেদনশীল এবং অবশ্যই সুস্বাদু।