ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কৃষ্ণসার হরিণ (Blackbuck) হত্যার অভিযোগে সলমন খানকে (Salman Khan) খুনের হুমকি দে৩ওা হয়েছে। এই ঘটনায় অভিনেতার বাড়ির চারিদিকে কড়া নিরাপত্তা বসানো হয়েছে। অসংখ্য বডিগার্ড নিয়ে তাকে শুটিংয়ে যেতে হচ্ছে। থমে থমে বলিউডের টাইগারের মুখ। এখন প্রশ্ন একটাই। অন্যের অপরাধের মাশুল গুনছেন সালমান খান? সত্যি কি তিনি হরিণ মেরেছিলেন?
কী হয়েছিল?
সময়টা তখন ১৯৯৮ সাল। সেই সময় রাজস্থানে (Rajasthan) চলছে ‘হাম সাথ সাথ হ্যায়’ (Hum Saath – Saath Hain) সিনেমার শুটিং। তখন বলিউড এই সুপারস্টারের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। তুমুল বিতর্ক সৃষ্টি হয়। সেই সময় সলমন খানের সঙ্গে সেটে ছিলেন সইফ আলি খান (Saif Ali Khan), সোনালী বেন্দ্রে, তাব্বু, নীলমসহ অনেক অভিনেতা অভিনেত্রী।
হরিণ শিকার করেননি সলমন?
এই ঘটনাটি ঘটে প্রায় দুই দশক আগে। তখন থেকে এখনও পর্যন্ত বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন খান।সম্প্রতি ভাইরাল হচ্ছে একটা পুরনো ভিডিয়ো। যেখানে এক সাক্ষাৎকারে সলমন খান দাবি করেছেন, কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনার নেপথ্যে অন্য কেউ রয়েছেন। একটা লম্বা গল্প রয়েছে। কৃষ্ণসার হরিণের দিকে গুলিটা তিনি ছোঁড়েননি।
আরও পড়ুন: Aishwarya Rai Divorce Rumors: বিচ্ছেদের পথে ঐশ্বর্যা-অভিষেক! এক ফ্রেমে নেই স্বামী-স্ত্রী
এই ঘটনা নিয়ে তাকে কম নাজেহাল হতে হয়নি। লাগাতার খুনের হুমকি পাচ্ছেন। এমনকি এই ঘটনার জেরে আদালতে আদালতে ঘুরতে হয়েছে তাকে। তাহলে আসল অপরাধীর নাম কী ? কেনই বা সলমন খান তাকে সবার সামনে আনছেন না? যদিও তিনি বলেছেন, এক্ষেত্রে বলে কোনও লাভ নেই। বলিপাড়ায় ভাইজানের অনুরাগীদের প্রশ্ন, ভাইজান কাকে আড়াল করতে চাইছেন? আর কেনই বা চাইছেন?
আরও পড়ুন: Uraan Upcoming Climax Seen: উড়ানে আসছে ধামাকা, রোমান্টিক সিনে পূজারিণী-মহারাজ!
চাপে সলমন
বাবা সিদ্দিকীর (Baba Siddique) হত্যার পর বেশ চাপে রয়েছেন সলমন। রয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের (Bishnoi gang) টার্গেটে। তবে কি তাকে সারা জীবন এভাবেই প্রাণভয়ে থাকতে হবে? কী করলে তিনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন? যদিয়ো বিষ্ণোই সম্প্রদায় বলেছিল, সলমন খানকে তাদের গ্রামের মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে। কারণ এই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে দেবতা জ্ঞানে পুজো করে। আর সেই হরিণকে হত্যা করে অপরাধ করেছেন সলমন।
কী বলছেন সেলিম খান?
অভিনেতার বাবা সেলিম খানের বক্তব্য, তার ছেলে ছোট থেকে আজ পর্যন্ত কোনদিন একটা আরশোলা পর্যন্ত মারেনি। সে কিভাবে হরিণ মারবে? তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।