ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হইহই করে শ্যুটিং শুরু হয়ে গেল এস এস এন্টারটেইনমেন্ট প্রযোজিত লটারী জিন্দাবাদ ছবির (Debolina Dutta)। সিকিমের মনোরম পরিবেশে দেখা পাওয়া গেল খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, দেবলীনা দত্ত, রিয়া গাঙ্গুলি, রাজদীপ সরকার এবং মন্টু মল্লিকদের। ছোট পর্দার জনপ্রিয় ঋতু পাইন এবং সায়ন মুখার্জি জুটি বেঁধেছেন এই ছবিতে। এই ছবিতেই দাপুটে মহিলার চরিত্র দেখা যাবে দেবলীনা দত্তকে। কেমন হতে চলেছে এই ছবির গল্প? ট্রাইব টিভিকে জানালেন অভিনেত্রী।
সিকিমে শুটিং (Debolina Dutta)
ছবিটির পরিচালক জিৎ দত্তের কথায়, পুরো ছবিটিই সিকিম জুড়ে শ্যুট হবে (Debolina Dutta)। লটারি জিন্দাবাদ ছবিটির গল্প লিখেছেন সাবির। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সনৎ সেন। ছবির মূল গল্প রিভিল না হলেও, সিনেমাটি কমেডি এবং সাসপেন্সে মোড়া । মদন, অর্থাৎ খরাজ মুখোপাধ্যায় এক কোটি টাকার লটারি জেতার পর সেই লটারি যায় হারিয়ে। তারপর কিভাবে সেই টিকিট উদ্ধার হয়, তা নিয়েই জমে ওঠে কাহিনী। আগামী নভেম্বরে রিলিজ হতে চলেছে লটারি জিন্দাবাদ।
গ্রামের সুন্দর চিত্র (Debolina Dutta)
লটারি জিন্দাবাদে অভিনয় করতে দেখা যাবে দেবলীনাকে (Debolina Dutta)। এক পুরুষতান্ত্রিক সমাজে দাপুটে মহিলা হিসাবে। তিনি এই ছবিতে তাঁর অভিনয় সম্পর্কে কিছু কথা জানান ট্রাইব টিভিকে। অভিনেত্রীর কথায়, ছবিতে এক তথাকথিত গ্রামের চিত্র ফুটে উঠেছে। যেখানে প্রত্যেককে প্রত্যেককের সঙ্গে জড়িয়ে থাকে । একে অপরের দুঃখে দুঃখী হয়। একে অপরের আনন্দে হাসে। আর এই গ্রামেতেই একটি লটারির দোকান আছে। যেখানে লটারি বিক্রি হয়। আর এই লটারির দোকানকে কেন্দ্র করে ছবি। এই দোকানের একটি বিরাট ভূমিকা আছে ছবিটিতে। যে কারণে ছবির নাম ‘লটারি জিন্দাবাদ’।
আরও পড়ুন: Mohona Maiti: প্রচণ্ড চাপ, শুটিংয়ের ফাঁকে পড়াশুনা! কেমন হল পর্দার আরশির রেজাল্ট?
দাপুটে মহিলা দেবলীনা
এক দাপুটে মহিলা হিসেবে অভিনয় করবেন দেবলীনা (Debolina Dutta)। নাম ফুলমতি। তিনি বলেন, তাঁর চরিত্রটি এমনই যে, গ্রামের প্রত্যেকটা মানুষ ও পুরুষ এমনকি তার স্বামীও তাকে দেখে ভয় পায়। এখানে তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন রাজেশ শর্মা (Rajesh Sharma)। গ্রামে ফুলমতির কথায় সবাই ওঠে বসে। সে নিজেই সংসার চালায় । এমনকি গ্রামের কোনও ছেলেকে তার পছন্দ হলে তাকে বাড়িতে এনে সম্পর্ক করতেও দ্বিধাবোধ করে না।
আরও পড়ুন: Shooting Ban in Turkey: বন্ধ শুটিং, তুরস্কের বিরুদ্ধে কড়া ভারত! কোন ভুলে এমন পরিণতি?
ফুলমতির স্বামী
ফুলমতির স্বামী একজন অকর্মণ্য, ফালতু ও বেকার মানুষ। দাপুটে বউয়ের কাজে সে কিছুই বলে না। ফুলমতির দাপট ও সৌন্দর্য -এ সবাই চুপ থাকে। এ প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, অনেকদিন পর এমন একটি চরিত্র পেয়েছেন। খুবই মজা লাগছে নিজের সৌন্দর্য ও দাপট দেখিয়ে গোটা গ্রামকে চালাচ্ছেন তিনি। অবশ্য এও বলেছেন , সবার শেষে এক টুইস্ট আছে। তবে সেটা প্রকাশ্যে আনেননি। একদিকে লটারি হারিয়ে যাওয়া নিয়ে গল্প, আবার ঋতু পাইন ও সায়নের একসাথে জুটি বাঁধা, অন্যদিকে দাপুটে মহিলার গোটা গ্রাম নিজের দখলে রাখা এসব কিছুই যেন এক অজানা কৌতূহলের সৃষ্টি করেছে। যা দেখতে অপেক্ষায় রয়েছেন দর্শকরা।