ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীপাবলির সকালে ধোঁয়ার চাদরে ঢাকল রাজধানীর আকাশ। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত ধোঁয়ায় ঢেকেছে রাজধানী দিল্লির একাধিক এলাকা। দিনেরবেলা পরিস্থিতি এমন হলে রাতের কথা ভেবে উদ্বেগে প্রশাসন। শুধু তাই নয়, ঘটনায় আশঙ্কিত রাজধানীর নাগরিকরা। প্রশ্ন উঠছে, দীপাবলির সকালেই যদি এই অবস্থা হয়, তা হলে রাতে পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছবে? যদিও প্রতিবারের মতোই দিল্লিতে শব্দবাজি, আতসবাজি বিক্রি, মজুত এবং বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দূষণ নিয়ন্ত্রণ কমিটি।
বেশ কিছুদিন ধরেই দিল্লির বাতাসের গুণগত মান খারাপ পর্যায়ে রয়েছে। রোজ সকালে ধোঁয়ার চাদরে ঢাকা পড়ছে শহর। দীপাবলির দিনেও সকালে দিল্লির বাতাসের গুণগত মান খুব খারাপ পর্যায়ে (৩২৮)। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ তথ্য বলছে, বাতাসের গুণগত মান ভয়ানক পর্যায়ে পৌঁছেছে আনন্দ বিহারে। সেখানে একিউআই ৪১৯। যদিও দীপাবলির কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। তারপরেও অবস্থার বিশেষ কোনও উন্নতি দেখছে না রাজধানীর প্রশাসনিক মহল।
আরও পড়ুন: https://tribetv.in/45ft-barma-pujo-is-going-on-at-kshirpai/
আরও পড়ুন: https://tribetv.in/45ft-barma-pujo-is-going-on-at-kshirpai/
জানা গিয়েছে, দীপাবলি, দিওয়ালি উপলক্ষ্যে সব ধরনের শব্দবাজি, আতশবাজি বিক্রি, মজুত এবং বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি। অনলাইনে বাজি বিক্রিও আগামী ২০২৫-এর ১ জানুয়ারি পর্যন্ত নিষেধ। যদিও পরিবেশ বান্ধব সবুজ বাজিকে ছাড় দিয়েছে প্রশাসন। ওই ধরনের বাজি দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ফাটানো যাবে। যদিও এতকিছুর পর প্রশ্ন উঠছে, এর পরেও কি দিল্লির দূষণ নিয়ন্ত্রণে থাকবে? উত্তর অবশ্য সময়ই বলবে!