ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার সাত সকালে হঠাৎ করেই তারাপীঠে (Tarapith) পৌঁছে গেলেন দেব (Dev)। তাও আবার বাসে করে। সঙ্গে ‘খাদান’ (Khadaan) টিম। কী হলো কি অভিনেতার? তবে কি খাদান নিয়ে চিন্তায় রয়েছেন?
বার বার প্রচার (Dev)
খাদান ছবির প্রচারে বারংবার দেবকে (Dev) দেখা গিয়েছে। তিনি যে দিন রাত এক করে পরিশ্রম করছেন, তা তো বোঝাই যাচ্ছে। একবার দুর্গাপুর, তো একবার আসানসোল। এবার তাঁকে দেখা গেল তারাপীঠে। বাসে করে ছবির টিম নিয়ে টলিউডের (Tollywood) এই ‘রাজার রাজা’ চলে গেলেন তারাপীঠ। ভক্তি ভরে মায়ের কাছে পুজো দিলেন। প্রার্থনা করলেন, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। মূলত তিনি তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলেন, খাদান ছবির সাফল্য চেয়ে।
কী পরলেন দেব? (Dev)
দেবের (Dev) পরনে হলুদ পাঞ্জাবি আর চোখে কালো সানগ্লাস। খাদানের প্রমোশনে থাকার সময় মায়ের দরবারে এখন অভিনেতা। মন্দিরের গর্ভগৃহে ঢুকে অভিনেতাকে আরতি করতে দেখা গেল। এই প্রথম নয়। এর আগেও বহুবার অভিনেতা-বিধায়ক দেবকে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে। শুক্রবার তারাপীঠ মন্দির চত্বর ভিড়ে থিক থিক করছে। দেবের সঙ্গে খাদানের সহ অভিনেত্রী ইধিকা পালকে দেখা গিয়েছে। তাঁর হাতেও পুজোর ডালা। বেশ খুশি ছিলেন।
আরও পড়ুন: Rukmini Maitra: দেবকে আনফলো করলেন রুক্মিণী, রিয়েল লাইফে কী ঘটছে?
মুক্তির অপেক্ষায় খাদান
এখন আপাতত খাদান মুক্তির অপেক্ষা। সিনেমা হলে আসছে আগামী ২০ ডিসেম্বর। খাদানে দেখতে পাবেন খনি অঞ্চলের গল্প। দেবকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে যিশু সেনগুপ্ত। নায়িকা হিসেবে রয়েছেন ইধিকা পাল এবং বরখা বিস্ত।
টলিপাড়ার হাওয়া কী বলছে?
টলিপাড়ার হাওয়া বলছে, শুধু খাদানোর জন্য যে দেব মায়ের মন্দিরে গিয়েছিলেন এমন নয়। তিনি মন্দির থেকে সোজা চলে যান তাঁর নতুন ছবির শুটিং স্পটে। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ ছবির শুটিংয়ের জন্য তিনি এখন বীরভূমেই রয়েছেন। যদিও এই সিনেমার কাজ এখন কতদূর, শুটিং কোথায় হবে, এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কারণ এই ছবির টিম পুরো বিষয়টা আপাতত সিক্রেট হিসেবেই রেখেছে। প্রকাশ্যে এই নিয়ে মুখ খুলছেন না।
আরও পড়ুন: Anandi Serial Upcoming Episode: মা দুর্গার গয়না উদ্ধারে গোয়েন্দা আনন্দী! আসছে ধামাকাদার টুইস্ট
রঘু ডাকাতের গল্প
রঘু ডাকাতের গল্পের কথা কমবেশি সময় জানেন। বাংলার ডাকাত নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের এই লেখা। বাঙালির ভীষণ প্রিয়। ইংরেজেদের এই ডাকাতের ভয়ে একসময় বুকটা কেঁপে উঠত। সাধারণ মানুষের কাছে তিনি ডাকাত ছিলেন না। ছিলেন বাংলার রবিন হুড।
বাংলার রবিন হুড
ধনীদের থেকে ডাকাতি করে, তা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। মেয়েদের সম্মান করতেন। এক জ্বলন্ত বিদ্রোহী চরিত্র। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় সেই চরিত্রকেই এবার বড় পর্দায় ফুটিয়ে তুলবেন দেব। ২০২১ সালে এই ছবির ঘোষণা হলেও, ছবি শুটিং বারংবার পিছিয়ে গিয়েছে। তবে সেই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছিলেন দেব।