ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ এর পর এবার ২০২৫ এ নিজের বিজয় রথ ছোটানোর জন্য এক্কেবারে প্রস্তুত টলিউড সুপারস্টার দেব (Tollywood Superstar Dev) । আর অপেক্ষা নয়, রঘু ডাকাতের (Raghu Dakat) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। তাই নতুন বছরের পুজোতে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। শুরু হয়ে গিয়েছে রঘু ডাকাতের প্রস্তুতি। দেব মিটিং সেরে ফেললন এই ছবির টিমের সঙ্গে। গত বৃহস্পতিবার পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেব ‘রঘু ডাকাত’ নিয়ে আলোচনা করেছেন।
কৌতূহলের পারদ চড়েছে অনুরাগীদের মনে (Raghu Dakat)
ইতিমধ্যেই ২০২৪ এর খাতায় স্বগৌরবে জয়ের নাম লিখিয়েছে দেবের ‘টেক্কা’ থেকে শুরু করে ‘খাদান’। ২০২৫ এর জন্যও থাকছে আরও অনেক সারপ্রাইজ। ইতিমধ্যেই দেব নতুন বছরের শুরুতে প্রকাশ্যে এনেছেন রঘু ডাকাতের (Raghu Dakat) লুক। যা দেখে কৌতূহলের পারদ চড়েছে দেব অনুরাগীদের মনে।
দর্শক ফিরে পেয়েছে কমার্শিয়াল মুভি (Raghu Dakat)
শুধু দেব অনুরাগী বললে ভুল হবে, বরং গোটা বাংলার দর্শকদের মনে (Raghu Dakat)। নতুন করে বাংলার দর্শক আবার ফিরে পেয়েছে কমার্শিয়াল মুভি। এখনও বাংলা জুড়ে বইছে ‘খাদান’ ঝড়। আর ঠিক সেই সময় প্রকাশ্যে দেবের এই ছবি। যেখানে চাদরের মুখ ঢাকা, রক্ত চোখ, সিঁদুরে কপাল। দেবের নিষ্ঠুর মুখের এই ছবি দেখে দর্শক থেকে শুরু করে দেব অনুরাগীরা ‘রঘু ডাকাত’ ছবি মুক্তির জন্য দিন গোনা শুরু করে দিয়েছেন। ২০২৫ এর পুজোর মহাচমক যে ‘রঘু ডাকাত’ হতে চলেছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: Los Angeles Wildfire: জ্বলছে হলিউড, অগ্নিকাণ্ডে আতঙ্কিত নোরা ফাতেহি থেকে প্রিয়াঙ্কা চোপড়া
ম্যাজিক দেখাবে দেব-ধ্রুব জুটি (Raghu Dakat)
তাহলে আর দেরি কিসের! তাই ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন দেব (Raghu Dakat)। মিটিংয়ে সিনেমার শুটিং সিডিউল থেকে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দেব-ধ্রুব জুটি যে কত বড় চমক আনতে পারে, এর আগে তার আন্দাজ পাওয়া গিয়েছিল ‘গোলন্দাজ’ এ। এছাড়াও টলিপাড়ার গুঞ্জন বলছে, ধ্রুব ছবির চিত্রনাট্য লেখা শেষ করে ফেলেছেন। ওই আলোচনায় শুটিংয়ের তারিখ নিয়েও কথা হয়েছে। ছবির কিছু দৃশ্যের শুটিং হতে পারে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে।
আরও পড়ুন: Khacha: বড় পর্দায় এবার হিরো সিনেবাপ, নতুন বছরে আসছে ‘খাঁচা’
৪ বছরের অপেক্ষার অবসান
দেব ভক্তদের কাছে ‘রঘু ডাকাত’ একটা বহু প্রতীক্ষিত ছবি। ২০২১ সালের কালী পুজোর আগে দেব এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের জুটি ঘোষণা করেছিল, ‘রঘু ডাকাত’ তৈরি হচ্ছে। ছবির ফার্স্ট লুকও শেয়ার করেছিলেন। যেখানে দেব লিখেছিলেন, “আজ এই নিশি আমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন। নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত”। তারপর মাঝে কেটে গিয়েছে, দেখতে দেখতে চার বছর। এমনকি ছবি তৈরি হবে কিনা তা নিয়েও নানান প্রশ্ন তৈরি হয়েছিল। তবে সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলল ২০২৫ এ। এই বছরের পুজোতেই মুক্তি পেতে চলেছে ‘রঘু ডাকাত’। আপাতত তাই বলছে, দেবের তরফ থেকে শেয়ার করা নতুন পোস্টার।