Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নজরুল মঞ্চে ‘ ধূমকেতু’র ট্রেলার লঞ্চে ভক্ত থেকে দর্শকের মনে দেব শুভশ্রীকে (Dev -Subhashree) নিয়ে যে উন্মাদনা তা ধরা পড়েছে, তাতে দর্শক প্রমাণ দিয়ে দিয়েছে দেব- শুভশ্রী জুটিকে ভোলার নয় । মঞ্চে এই জুটির পারফর্ম ,জুটির মধ্যে কথা সবই কি আগে থেকে তৈরি ছিল ? মঞ্চের জুটির নজর কাড়া লুকের সাথে সাথে বহু বছরের আগে গান গুলোও ছিল । যা দেব শুভশ্রী সিনেমার গান। সে সময় ভীষণ জনপ্রিয় ছিল গানগুলি। সে গানগুলি আজও দর্শক মনে রেখেছে ,তার প্রমাণ ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ। দেব শুভশ্রী কি আগে থেকেই রিহার্সাল করেছিলেন ? কতদিন ধরে প্রিপারেশন চলেছে ?
উঠছে প্রশ্ন (Dev -Subhashree)
নজর কাড়া লুকের সাথে সাথে বহু বছরের পুরানো গানের সাথে (Dev -Subhashree) পারফর্ম করেন দেব ও শুভশ্রী । আর তাঁদের এই পারফর্ম, কথোপকথন সবটাই ছিল অসাধারণ । আপাতত দৃষ্টিতে দেখে মনে হবে, বহুদিন ধরে রিহার্সাল করার ফল এই অনুষ্ঠান। অনুরাগীদের প্রশ্ন এত বছর পর দেব শুভশ্রী মুখোমুখি। আগে কথাও হত না দুজনের। এমনকি শোনা গিয়েছিল, একই শোতে দুজনকে একসাথে দেখা যেত না। সেখানে এত বছর পর প্রথমবার দুজনেই একসাথে কীভাবে এত সুন্দর পারফর্ম করতে পারলেন ? কী করে সম্ভব এত সুন্দর পারফর্ম ? সবটাই কি রিহার্সাল ছাড়াই ?
রিহার্সাল ছাড়াই মঞ্চে (Dev -Subhashree)
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর অর্থাৎ দেবের ম্যানেজার দেবরাজের থেকে জানা গিয়েছে সবটা (Dev -Subhashree)। রিহার্সাল ছাড়াই মঞ্চে দেব শুভশ্রী পারফর্ম করেছেন। মঞ্চে সহযোগী হিসেবে যারা পারফর্ম করেছিলেন ,তাদেরকে দেব শুভশ্রী জুটির গানে রিহার্সাল দেওয়া হয়েছিল। তবে নির্দিষ্ট ভাবে কোনও কিছুই বলা ছিল না, কোন গানগুলি মঞ্চে উপস্থাপিত হতে পারে। তবে দেবরাজ এও বলেছেন,” কিছু কমন গানের নাচ দেখে নিয়েছিলেন দেব-শুভশ্রী। কারণ মঞ্চে দর্শকদের এত বছর পর দেব শুভশ্রী যখনই ধরা দেবেন ,নিশ্চয়ই দর্শকদের কিছু অনুরোধ থাকবে। সে কারণেই দেব শুভশ্রী ব্যাক স্টেজে কিছুটা গানের নাচ দেখছিল। তাই বলে তাঁরা রিহার্সাল করেননি। এমনকি সেই দেখাটাও পাঁচ মিনিটের বেশি ছিল নয়।”

রাত জেগেই প্ল্যানিং
প্রায় ১০ বছর পর মুক্তি পেতে চলেছে ‘ ধূমকেতু’ । আর এই ধূমকেতুর হাত ধরে দেব-শুভশ্রী (Dev -Subhashree) জুটিকে পর্দায় দেখা যাবে। সেখানে ছবি নিয়ে একটা আলাদা উন্মাদনা তো থাকবেই। ‘ ধূমকেতু’ ছবির ট্রেলার এক মাস আগে থেকেই চিন্তা ভাবনা শুরু হয়েছিল বলে জানা গিয়েছে দেবরাজের কাছ থেকে। তবে লঞ্চের দুদিন আগে থেকেই দেব এন্টারটেইনমেন্টে উপর চাপ ছিল কিছুটা। জানা যায়, প্রায় রাত জেগেই প্ল্যানিং সেরে ফেলেছিল দেবের ম্যানেজমেন্ট গ্রুপ ।
প্রফেশনাল
দেব শুভশ্রীকে (Dev -Subhashree) এক ঝলক মঞ্চে দেখার জন্য দর্শক যে কতটা অপেক্ষায় ছিলেন, তা নতুন করে বলার নেই। প্রায় দশ বছর পর আবারও দেব শুভশ্রী জুটিকে একসাথে দেখতে পাওয়া । যা মনে হয় না কেউ ভাবতে পেরেছিল। এখানে মঞ্চে দেব শুভশ্রীকে কোনও অনুরাগী গান গাইতে কিংবা গানের সাথে পারফর্ম করতে বলবেন না তা কি করে হয় ! তবে দেবরাজ মনে করেন, দেব-শুভশ্রী এতটাই প্রফেশনাল মানুষ যে, তাঁদের কাছে মঞ্চে ওঠার জন্য কোনও রিহার্সাল করার প্রয়োজন নেই।
আরও পড়ুন: Vijay Deverakonda: ইডির জালে রশ্মিকার চর্চিত প্রেমিক! সন্দেহের ঝড় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে
দেবরাজের থেকে জানা গিয়েছে, ‘ধূমকেতু ‘ ট্রেলার লঞ্চ আরও বড় করে করার ইচ্ছা ছিল দেবের। কিন্তু বৃষ্টির কারনে ভাবা হয় ‘নজরুল ‘ মঞ্চকে। কারণ মনে করা হয়েছিল, নজরুল মঞ্চ হলে সবাই সহজে উপস্থিত হতে পারবেন।