ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যাবতীয় জল্পনা কাটিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis) ৷ বৃহস্পতিবার রাজ্যে নতুন মহাযুতি জোট সরকারের মুখ হিসাবে শপথ নেবেন ফড়ণবীসই ৷ সুতরাং, জোটের প্রধান কে হবেন, তা নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল তাতে আপাতত জল ঢালা হল তা বলাই চলে ৷
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস! (Devendra Fadnavis)
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই জল্পনা চলছিল মুখ্যমন্ত্রী পদ ঘিরে। মহাযুতির তিন শরিক, বিজেপির দেবেন্দ্র ফড়ণবীস (Devendra Fadnavis), শিবসেনার একনাথ শিন্ডে ও এনসিপির অজিত পওয়ার সকলেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার বলে শোনা যায়। অজিত পওয়ার আগেই লড়াই থেকে সরে গেলেও, জমি ছাড়ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শেষ পর্যন্ত হার মানতেই হল তাঁকে। মুখ্যমন্ত্রী পদ গেল ফড়ণবীসের ঝুলিতেই।
পরিষদীয় দলের নেতা নির্বাচন (Devendra Fadnavis)
বিধানসভায় দলের বৈঠকের আগে বিজেপির কোর কমিটির বৈঠক হয় ৷ সেখানে ফড়নবীসকে (Devendra Fadnavis) রাজ্যের শীর্ষ পদের জন্য বাছা হয়। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে পর্যবেক্ষক উপস্থিত ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণি। বিজয় রুপাণি দেবেন্দ্র ফড়ণবীসের নাম সুপারিশ করেন। বিজেপির বিধায়করা সেই প্রস্তাবে সম্মতি জানান। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে বৈঠকে ছিলেন নির্মলা সীতারমণও।
বৃহস্পতিতে শপথ
বৃহস্পতিবার বিকেল ৫টায় শপথ গ্রহণ। আজাদ ময়দানে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত থাকতে জুগিয়েছে গেরুয়া শিবিরকে। বিজেপির এই জয় সম্ভবত ভাবতেই পারেনি দেশ রাজনীতি। গত লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিরাট ভরাডুবি হয়েছিল বিজেপির। বড়োসড়ো সাফল্য ঘরে তুলেছিল জোট ইন্ডিয়ার তিন শরিক – কংগ্রেস, শিবসেনা (উদ্ধব), এনসিপি (শরদ)। বিজেপির সেই ভরাডুবির তিন-চার মাসের মধ্যেই মহারাষ্ট্রে যেভাবে ভোটের ফল উল্টেপাল্টে গেলো, তার কৃতিত্বের অন্যতম দাবিদার অবশ্যই দেবেন্দ্র ফড়ণবীস।
আরও পড়ুন: Bangladesh Summons Indian Envoy: আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভাঙচুর, ভারতীয় হাইকমিশনারকে তলব
কী করবেন একনাথ
বিজেপি বলছে, মুখ্যমন্ত্রীর পদে ফড়ণবীসের শপথের সময় হবে উপমুখ্যমন্ত্রী পদে শপথও। তবে প্রশ্ন উঠছে উপমুখ্যমন্ত্রী পদে কি শপথ নেবেন একনাথ শিন্ডে? দেবেন্দ্রর মন্ত্রীসভাতে কি থাকবেন একনাথ? নাকি নিজেকে সরিয়ে রেখে ছেলেকে এগিয়ে দেবেন একনাথ? শিবসেনা ভাঙার কারিগর একনাথের দিকে নজর রয়েছে দেশ রাজনীতির।
সম্ভাব্য মন্ত্রিসভা
মন্ত্রিসভার গঠন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ৫ বিধায়ক পিছু একজন মন্ত্রী- এই ফর্মুলায় সাজানো হতে পারে মহারাষ্ট্রের মন্ত্রিসভা। নতুন সরকারে বিজেপি থেকে ২০ জন, শিবসেনার ১৩ জন এবং অজিত পওয়ারের দলের ৯ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন।