ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল নাট্য উৎসব(Dhaka Theatre Festival)। শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে উৎসব স্থগিত করার কথা জানায় আয়োজকেরা। ঢাকার মহিলা সমিতিতে ১৪ দিনব্যাপী ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’ আয়োজনের উদ্যোগ নিয়েছিল ঢাকা মহানগর নাট্য পর্ষদ। এই বিষয়ে নিয়ম মেনে পুলিশ ও অন্যান্য দপ্তরের অনুমোদনও নেওয়া হয়েছিল। যদিও শনিবার সকালে আচমকাই আযোজকদের ফোন করে পুলিশ জানায়, নাট্য উৎসব করা যাবে না।
বাংলাদেশে বন্ধ একের পর এক উৎসব (Dhaka Theatre Festival)
মহম্মদ ইউনুসের বাংলাদেশে আগেই বন্ধ হয়েছে লালন স্মরণোৎসব, বসন্ত উৎসব। এবার বন্ধ হল ‘ঢাকা মহানগর নাট্য উৎসব'(Dhaka Theatre Festival)। সূত্রের খবর, ইউনূস সরকারের সমর্থক কিছু মানুষ চাইছেন না নাট্য উৎসব হোক। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যাদের পরামর্শে চলছে। এদের চোখ রাঙানিতেই অতীতে লালন স্মরণোৎসব বন্ধ হয়েছে। বসন্ত উৎসবের বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছে। যেহেতু তা ‘ইসলাম বিরোধী’। ইতিমধ্যে ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’ বন্ধ করে দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের একাধিক শিল্পীগোষ্ঠী। তবে কী সত্যিই বন্ধ হচ্ছে নাট্য উৎসব?
‘আমাদের জানানো হলো, উৎসব বন্ধ করতে হবে’ (Dhaka Theatre Festival)
শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে ‘কিছু লোক’ এসে উৎসব নিয়ে আপত্তি তুলেছে এবং হামলা করারও হুমকি দিয়েছে। তাই সব ধরনের প্রস্তুতি থাকার পরও তা করা যায়নি বলে জানিয়েছে এই অনুষ্ঠানের আয়োজক ঢাকা মহানগর নাট্য পর্ষদ(Dhaka Theatre Festival)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর নাট্য পর্ষদ জানায়, ‘ঢাকার ৮৫টি নাট্যদলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে, গণ-অর্থায়নে যখন উৎসবের সব আয়োজন সম্পন্ন করেছেন, ঠিক তখন আমাদের জানানো হলো, উৎসব বন্ধ করতে হবে। বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান যে রমনা থানা থেকে ফোনে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে।’
‘পায়ের আওয়াজ পায়’ নাটক বন্ধের কথা বলেন
সমিতি থেকে ওই কথা জানানোর পর তারা থানার ওসির সাথে গিয়ে দেখা করেন এবং নিরাপত্তা সহযোগিতা চেয়ে থানায় একটি আবেদনপত্র জমা দেন। থানা’র ওসির সাথে সাক্ষাতের কথা বর্ণণা করার সময় উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব কামাল আহমেদ বলেন, “ওসি সাহেব সব শুনে আশ্বস্ত করেন। বলেন, আমরা চাই উৎসবগুলো হোক। কিন্তু একটু অসুবিধা আছে, একটা নাটক বাদ দিতে হবে।” ‘পায়ের আওয়াজ পায়’ নাটক বন্ধের কথা বলেছিলেন থানার ওই কর্মকর্তা। “উনি কেন এখানে ওই নাটক বাদ দিয়ে বাকিগুলো করতে বললো, তা আমাদের কাছে পরিষ্কার না। কিন্তু মনে হলো, উনি কোথাও থেকে কোনও নির্দেশনা পেয়ে এরকম একটি মন্তব্য করছেন।”
ডিএমপির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়নি
ঢাকা মহানগর নাট্যোৎসব বন্ধ বা স্থগিত করতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)(Dhaka Theatre Festival)। এই উৎসব বন্ধ হওয়ার কারণ ডিএমপির বোধগম্য নয় বলে জানানো হয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানানো হয়েছে। ডিএমপি বলেছে, ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ স্থগিত সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবৃতি তাদের নজরে এসেছে। তবে ডিএমপির পক্ষ থেকে নাট্যোৎসব বন্ধ বা স্থগিত করা সম্পর্কে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
আরও পড়ুন:Muhammad Yunus: অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়, ইউনূসের জোরালো মন্তব্য
কী বললেন সংস্কৃতি উপদেষ্টা?
মহানগর নাট্য পর্ষদের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুসন্ধান করা হয়েছে কারা এই উৎসব বন্ধের পেছনে কাজ করছে। কোনো মব নয়, নাট্য পর্ষদের ভেতরের কিছু মানুষই হল বাতিলের দাবি জানিয়ে আসছে বলে জানান তিনি। তিনি জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে উৎসব বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। গতকাল রোববার সকালে ফেসবুকে তিনি লেখেন, ‘সরকার শিল্পকলার মাধ্যমে সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে, শনিবারও শিল্পকলায় তিনটা প্রদর্শনী হলো। আজকেও (গতকাল) প্রাচ্যনাটের শো আছে শিল্পকলায়। তাহলে এখানে কেন পুলিশ উৎসব বন্ধ করতে বলবে?