ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রায় সমস্ত নতুন বিদেশি সাহায্যের তহবিল স্থগিত রাখার কথা ঘোষণা করেছে (US Aid Suspended)। তবে এই আদেশে ইজরায়েল ও মিশরের জন্য ব্যতিক্রম রাখা হয়েছে।
শুক্রবার মার্কিন বিদেশ দফতর এই নির্দেশ জারি করেছে (US Aid Suspended)। এতে জরুরি খাদ্য সহায়তার ক্ষেত্রে ছাড় রয়েছে, তবে স্বাস্থ্য প্রকল্পগুলির জন্য নয়, যা সমর্থকদের মতে গুরুত্বপূর্ণ এবং জীবন বাঁচানোর জন্য অপরিহার্য।
কী বললেন বিদেশ সচিব? (US Aid Suspended)
বিদেশ সচিব মার্কো রুবিও একটি নির্দেশে (US Aid Suspended) শীর্ষ কর্মকর্তাদের বলেছেন, “আইন দ্বারা যতটা সম্ভব অনুমোদিত ততোটুকুই, নতুন কোনও বিদেশি সাহায্যের তহবিল গ্রান্ট করা হবে না।”
বেড়েছে উদ্বেগ (US Aid Suspended)
মানবাধিকার সংস্থাগুলি এই নির্দেশে (US Aid Suspended) তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এই সিদ্ধান্ত বিশ্বে অস্থিরতা এবং জীবনহানির কারণ হতে পারে।
কী বলছেন বিশেষজ্ঞরা?
অক্সফাম আমেরিকার প্রধান অ্যাবি ম্যাক্সম্যান বলেছেন, “বিদেশি উন্নয়ন সহায়তা স্থগিত রেখে ট্রাম্প প্রশাসন সংকটে থাকা কমিউনিটির জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অরাজনৈতিক বিদেশি সহায়তার নীতিকে পরিত্যাগ করছে।”
আরও পড়ুন: Obama-Jennifer Love Gossip: জেনিফার প্রেমে হাবুডুবু বারাক ওবামা? মিশেলের সঙ্গে বিচ্ছেদের পথে বারাক?
খুঁটিনাটি
এই অস্থায়ী স্থগিতাদেশ অন্তত তিন মাস ধরে চলবে। প্রথম ৮৫ দিনের মধ্যে, রুবিও সিদ্ধান্ত নেবেন যে প্রকল্পগুলি চালু রাখা, পরিবর্তন করা বা বন্ধ করার প্রয়োজন কিনা।
যেসব স্বাস্থ্য প্রকল্প এই তহবিল বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে তার মধ্যে অন্যতম হলো প্রেসিডেন্টের জরুরি এইডস ত্রাণ প্রকল্প (PEPFAR)।
পিইপিএফএআর প্রকল্প
২০০৩ সালে জর্জ ডব্লিউ বুশ প্রশাসন এই প্রকল্পটি চালু করেছিল। দুই দশক ধরে এটি দুই পক্ষের সমর্থন পেয়েছিল। তবে কংগ্রেস ২০২৩ সালে এর তহবিল নবীকরণের সময়সীমা মিস করে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত এক বছরের জন্য এর তহবিল বাড়ানো হলেও এই স্থগিতাদেশের তিন মাসের মধ্যে সেটি শেষ হয়ে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে প্রায় ২৫ মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছে।
নির্দেশে ছাড়
তবে ইজরায়েল ও মিশরের জন্য তহবিলের ক্ষেত্রে কোনও কাটছাঁট হয়নি। এই দুই দেশ মার্কিন সামরিক সাহায্যের অন্যতম বৃহত্তম প্রাপক। যদিও এই দেশগুলি মানবাধিকার নিয়ে সমালোচিত হয়েছে এবং মার্কিন সাহায্যের ভিত্তিতে সংস্কারের আহ্বান জানানো হয়েছে।
কী বলা হয়েছে মেমোতে?
শুক্রবারের মেমোতে উল্লেখ করা হয়েছে, “ইজরায়েল ও মিশরের জন্য বিদেশি সামরিক অর্থ সাহায্য এবং প্রশাসনিক খরচ, যার মধ্যে বেতনও রয়েছে, এর ক্ষেত্রে ছাড় থাকবে।”
চাপে ইউক্রেন
তবে ইউক্রেনের জন্য কোনও তহবিল ছাড়ের কথা উল্লেখ করা হয়নি। রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ প্রতিরোধে ইউক্রেন মূলত মার্কিন অস্ত্র সহায়তার ওপর নির্ভরশীল।
আমেরিকার খরচের পরিমান
মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৩ সালে বিদেশি সহায়তায় ৬০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছিল, যা বিশ্বের যেকোনও দেশের তুলনায় বেশি। তবে এটি মার্কিন সরকারের মোট ব্যয়ের মাত্র ১ শতাংশ।
শুক্রবারের মেমোর পর, বিশ্বের বিভিন্ন সাহায্য প্রকল্প কাজ বন্ধের নির্দেশ পেয়েছে।
মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (USAID) সাবেক কর্মকর্তা জেরেমি কনিন্ডাইক এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “এটি পাগলামি। এই সিদ্ধান্ত মানুষকে হত্যা করবে। এটি বাস্তবায়িত হলে অনেক মানুষের মৃত্যু হবে।”