ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মোবাইলে ফোন করলেই এখন শোনা (Digital Arrest Scam Case) যায় ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত সতর্কবার্তা। টেলিকম সংস্থাগুলি এই বার্তা কয়েকদিন ধরে প্রচার করছে। এর মধ্যেই উদ্বেগজনক এক প্রতারণার ঘটনা সামনে এসেছে।
দুই মাস ডিজিটাল অ্যারেস্ট! (Digital Arrest Scam Case)
দমদমের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী দুই মাস ধরে ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest Scam Case) নামে গৃহবন্দি ছিলেন এবং ৫২ লক্ষ টাকা প্রতারিত হয়েছেন। অভিযোগ, টেলিকম অথরিটির নামে ফোন করে তাকে বলা হয়, আর্থিক তছরুপ মামলায় ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে এবং CBI তদন্ত করছে। ২৪ ঘণ্টা মোবাইলে ভিডিও কল চালু রাখতে বলা হয়।
সুপ্রিম কোর্টের ভুয়ো শুনানি
প্রতারকরা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির ছবি ব্যবহার করে সুপ্রিম কোর্টের ভুয়ো শুনানি ও জাল নির্দেশনামা তৈরি করে। ৫২ লক্ষ টাকা সুপ্রিম কোর্টের সাসপেন্স অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়। টাকা দেওয়ার পরই প্রতারকরা অদৃশ্য হয়ে যায়। দমদম থানায় অভিযোগ জানানো হলেও পুলিশের তদন্তে গড়িমসি লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন: AAP on CAG Report: প্রকাশ্যে আবগারি দুর্নীতির প্রমাণ, হাতেনাতে বুঝিয়ে দিলেন নেত্রী!
আতঙ্কিত বাসিন্দা
চৈতালিদেবী বলেন, “প্রতারকরা আমাদের নিরাপত্তার নামে নজরদারি করত। এমনকি বাথরুমেও ক্যামেরা রাখা হয়েছিল।” তিনি নিজেই প্রতারকদের স্কেচ আঁকেন, কিন্তু পুলিশ তা নেয়নি। এই ঘটনায় প্রশ্ন উঠেছে ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা ও পুলিশের ভূমিকা নিয়ে।
পুলিশের অভিযোগ
চৈতালিদেবী জানান প্রথমে এই অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। তারপর পাঁচ দিন ধরে অভিযোগ অস্বীকারের পর জমা নেওয়া হয় কমপ্লেন।