ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিনা সুদে মহিলাদের ৪০ হাজার ঋণ! কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) ছবি দিয়ে এমনই লোভনীয় পোস্টার ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় সোমবার সকাল থেকে শোরগোল দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলায়।
বিনা সুদে মহিলাদের ৪০ হাজার ঋণ! (Sukanta Majumdar)
মহিলাদের বিনা সুদে ৪০ হাজার টাকা ঋণ দেওয়ার নাম করে জালিয়াতির ফাঁদ।’সুদ ছাড়াই ৪০ হাজার টাকা লোন পাবে বোনেরা। প্রতি মাসে মাত্র ৫৫৯ টাকা।’সৌজন্যে খোদ বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্ব ভারতের উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । সুকান্তের ছবি দিয়েই তৈরি সেই পোস্টার ঘুরে বেড়াচ্ছে সোস্যাল মিডিয়ায়।
সোস্যাল মিডিয়ায় সক্রিয় প্রতারণার চক্র (Sukanta Majumdar)
ভুয়ো পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রথম দেখাতেই মনে হবে, কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্পের বিজ্ঞাপন। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী (Sukanta Majumdar) সেই প্রকল্পের প্রচার করছেন। পোস্টটির মধ্যে ক্লিক বাটনও আছে। তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল করার অপশন দিচ্ছে। তারপর ঋণ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।সাইবার বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপ ইনস্টল করলে বা লিংকয়ে ক্লিক করলেই পড়তে হবে সাইবার প্রতারকদের ফাঁদে।
পুলিশের দ্বারস্ত সুকান্ত
বিনা সুদে ঋণের এই ভাইরাল পোস্টার সোস্যাল মিডিয়ায় দেখেই সুকান্ত অনুগামীরা তড়িঘড়ি খবর দেন মন্ত্রীকে।ওই পোস্ট যে একেবারেই ভুয়ো তা জানিয়ে এই প্রতারক চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই সকলকে সতর্ক করে দিয়েছেন সুকান্ত মজুমদার।জেলা পুলিশ সুপারের কাছে এনিয়ে লিখিত অভিযোগও দায়ের করেন সুকান্ত মজুমদার।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমার ছবি অবৈধ ভাবে ব্যবহার করে একটি অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়া হবে বলে প্রচার চলছে বলে দেখতে পেলাম। পরে দেখলাম, শুধু আমার ছবি নয়। আরও অনেক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে এ সব করা হচ্ছে। পুলিশ সুপারকে চিঠি লিখেছি। আশা করছি জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে।’’
আরও পড়ুন : Mamata Banerjee News: ‘বাংলাদেশের জেলে নির্যাতিত মৎস্যজীবীরা’, সরব মুখ্যমন্ত্রী
মুখ্য়মন্ত্রীর ছবি দিয়েও জালিয়াতি
পোস্টের বয়ান একই রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দিয়েও তৈরি করা হয়েছে এ ধরণের পোস্ট।এছাড়াও আরও অনেক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করেও এ ধরণের পোস্ট ছড়িয়েছে সোস্যাল মিডিয়ায়।
আরও পড়ুন : Sujaykrishna Bhadra: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় ‘কাকু’র বিরুদ্ধে চার্জ গঠন
সতর্ক প্রশাসন
দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার সূত্রে খবর, সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দাপট বেড়েছে সাইবার প্রতারকদের। এবার প্রতারকদের নতুন হাতিয়ার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের ছবি। বাদ যায়নি জেলার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে পুলিসের উচ্চপদস্থ কর্তারাও। প্রতারণা চক্রের বাড়বাড়ন্ত রুখতে আরও সতর্ক প্রশাসন।