ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নির্বাচনের পর কিছুটা নীরব থাকলেও ফের (Dilip Ghosh) চেনা মেজাজে ফিরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পয়লা বৈশাখের পরে যখন রাজ্যে অশান্তির আঁচ কিছুটা স্তিমিত, সেই আবহেই উস্কানিমূলক মন্তব্য করে ফের বিতর্কের কেন্দ্রে তিনি। বিশেষ করে মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনার পটভূমিতে তাঁর বক্তব্য ঘিরে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দিলীপের মন্তব্য (Dilip Ghosh)
এক সভামঞ্চ থেকে দিলীপ ঘোষ বলেন, “হিন্দুরা আজকাল (Dilip Ghosh) ফ্রিজ, টিভি, আসবাব কিনছে, কিন্তু বাড়িতে একটাও অস্ত্র নেই। কিছু হলেই শুধু পুলিশকে ডাকা হয়, অথচ পুলিশ আর আসে না, কারণ তাদের আর মাথাব্যথা নেই তোমাদের বাঁচাতে।”
হিন্দুরা বুঝেছে… (Dilip Ghosh)
এর পরেই তিনি বলেন, “গোপাল পাঁঠা খাসিও কাটত, আবার যারা (Dilip Ghosh) খাসি খায় তাদেরও কাটত। দশ বছর আগে রামনবমীর শোভাযাত্রা কাকে বলে কেউ জানত না, আজ সব পাড়ায় পাড়ায় মিছিল হচ্ছে, হিন্দুরা বুঝেছে—এক হয়ে না থাকলে টিকে থাকা যাবে না। দুর্বলের পাশে ভগবানও থাকেন না।”
রাজনৈতিক তরজা চরমে
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। তৃণমূলের তরফে দিলীপের বক্তব্যকে সরাসরি আক্রমণ বলে বর্ণনা করা হয়েছে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রাজনীতির নামে হিন্দুদের ভুল পথে চালিত করার চেষ্টা করছেন দিলীপ ঘোষ। একদিকে রাজ্য জুড়ে যখন সম্প্রীতির বার্তা দেওয়া জরুরি, তখন এই ধরনের মন্তব্য রাজ্যের সংস্কৃতি ও শান্তি নষ্ট করার সামিল।”
বহু পরিবার ঘরছাড়া
প্রসঙ্গত, ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি মালদহ, মুর্শিদাবাদ, হুগলি-সহ রাজ্যের একাধিক জেলায় অশান্তি ছড়িয়েছিল। বিশেষ করে সামশেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে বহু পরিবার ঘরছাড়া হন। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও গ্রামে ফিরতে পারেননি অনেকে। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের এই ধরনের বক্তব্য রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

হিন্দু ভোটব্যাঙ্কে বার্তা!
রাজনৈতিক মহলের একাংশের মতে, দিলীপ ঘোষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই মন্তব্য করে হিন্দু ভোটব্যাঙ্কে বার্তা দিতে চাইছেন। যদিও বিজেপির তরফে এখনও তাঁর বক্তব্য নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
আরও পড়ুন: Yusuf Pathan: মুর্শিদাবাদে অশান্তির মাঝে ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে বিতর্কে ইউসুফ পঠান
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যে আসন্ন ভোটের প্রেক্ষিতে এই ধরনের বক্তব্য পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে। শান্তির বার্তা যেখানে প্রয়োজন, সেখানে অস্ত্র ও ধর্মের নামে উত্তেজনা ছড়ানোর চেষ্টা যে রাজ্যবাসীর মনে উদ্বেগ বাড়াবে, তা বলাই বাহুল্য।