ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মা প্রেম করছে। আর সেটা মেয়ে হয়ে মানাটা কঠিন। তেমনি হাল হল দিতিপ্রিয়ার (Ditipriya Roy)। এখন তিনি কী করবেন? সবটাই প্রকাশ্যে আসতে চলেছে আগামী বছর। মাঝে আর কয়েকটা মাত্র মাস। অর্থাৎ ২০২৫ এই রহস্যের উদঘাটন হবে।
হঠাৎ কী হল? (Ditipriya Roy)
মায়ের প্রেম মেনে নিতে পারছেন না অভিনীত দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এমনটাই ঘটতে দেখা গেল সম্প্রতি। বাস্তব জীবনে দিতিপ্রিয়ার সঙ্গে এরকমটা না ঘটলেও, এই ঘটনা ঘটতে চলেছে খুব শীঘ্রই। আর এই ঘটনাটি দর্শক উপলব্ধি করতে চলেছে ২০২৫ সালের আগস্ট মাসে। এসকে মুভিজের (Eskay Movies) ১৮টি সিনেমা মুক্তির যে ঘোষণা, তার মধ্যে রয়েছে দিতিপ্রিয়া ও শ্রাবন্তী (Srabanti Chatterjee) অভিনীত সিনেমার ‘ডিয়ার ডি’ (Dear D)। এই ছবিতে মা মেয়ের (Mother and Daughter) ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও দিতিপ্রিয়াকে।
আরও পড়ুন: Shweta Bhattacharya: শ্বেতার বিয়ের সাজে চমক, কেমন সাজবেন রুবেল?
গল্প (Ditipriya Roy)
এই সিনেমায় দেখা যাচ্ছে, প্রথম ঝলকেই শ্রাবন্তী চ্যাটার্জি অল্প বয়সে মা হয়েছেন। আর সেই সন্তান হচ্ছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। মা-মেয়ে দুজনেই থাকেন অদূরে বিদেশের মাটিতে। মায়ের দায়িত্ব পালন করতে করতে এক সময় দেখা যায়, অভিনেত্রীর জীবনে আসে একটি নতুন মোড়। তিনি নতুন করে প্রেমে পড়েন। সদ্য কিশোরী কন্যা দিতিপ্রিয়া সেই প্রেম ভালো চোখে দেখেন না। যার ফলে মায়ের সঙ্গে তৈরি হয় তার অনেক দূরত্ব। এই দূরত্বই মোড় নেয় সিনেমার গল্পের।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
গল্পের মোড়
এই ঘটনার পর মা মেয়ের সম্পর্কে সমীকরণ ঠিক কেমন হবে? আদৌ তাদের সম্পর্ক আগের মতন হবে কিনা? সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে দর্শককে ২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সিনেমাতে দিতিপ্রিয়াকে একদম অন্যরকম লুকে দেখতে পেতে চলেছে দর্শক। তার সঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জির লুকও অনবদ্য । ছবির পোস্টারে মা মেয়ের লুক দর্শকদের নজর কেড়েছে।
আরও পড়ুন: Aitraz 2: ২০ বছর পর পর্দায় ফিরছে অ্যাতরাজ! বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের
প্রথমবার কাজ বাংলায়
এরকম একটি গল্প নিয়ে প্রথম বার বাংলা সিনেমায় কাজ হতে চলেছে। যার ফলে শ্রাবন্তী চ্যাটার্জী ও দিতিপ্রিয়া রায় দুজনেই এই কাজের অংশীদার হতে পেরে খুশি। অন ক্যামেরা মা মেয়ের বন্ধুত্ব কতটা গভীর, সেটা এখন সেভাবে জানা না গেলেও, অফ ক্যামেরা দুজনের বন্ধুত্ব ভীষণ মিষ্টি। এই সিনেমার শুটিং হয়েছে লন্ডনে (London)। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানান, আগস্ট (August) মাসটা অভিনেতা দিতিপ্রিয়ার জন্য ভীষণ লাকি। কারণ এই মাস তাদের দু’জনের জন্ম মাস। আর এই জন্ম মাসেই সিনেমাটি মুক্তি পাওয়ার খবর পেয়ে দু’জনের ভীষণ ভালো লাগছে।