ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাটনায় (Patna Incident) রোগী সেজে চেম্বারে ঢুকে চিকিৎসককে খুনের অভিযোগ উঠল। শনিবার বিকেলের এই হত্যাকাণ্ড চালিয়ে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ তারা খবর পায় হাসপাতালের মধ্যে গুলিতে জখম হয়েছেন মহিলা অধিকর্তা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। গুলিবিদ্ধ সুরভীকে সংশ্লিষ্ট হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল পটনা এমসে। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ।
হাসপাতালের অন্যতম কর্তার স্ত্রী (Patna Incident)
পাটনার (Patna Incident) আগম কুয়ান এলাকার একটি হাসপাতালে নিজের চেম্বারেই খুন হয়েছেন মহিলা চিকিৎসক সুরভী রাজ। জানা যাচ্ছে তিনি ওই হাসপাতালের অন্যতম কর্তার স্ত্রী। বিকেলের দিকে পাঁচ-ছ’জন ব্যক্তি রোগী সেজে সুরভীর চেম্বারের ভিতরে ঢোকেন। চিকিৎসক কিছু বোঝার আগেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন তাঁরা। রক্তাক্ত হয়েছে মেঝেতে লুটিয়ে পড়েন সুরভী।
গুলি করে খুন করা হয়েছে (Patna Incident)
হাসপাতালের কর্মীরাই প্রথম সুরভিকে কেবিনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেনকে। দ্রুত তাঁকে পাটনা এইমস-এ নিয়ে যাওয়া হয় (Patna Incident)। সেখানেই মারা যায় সুরভি রাজ। প্রাথমিক তদন্তে অনুমান, গুলি করে খুন করা হয়েছে ওই হাসপাতালের মহিলা ডিরেক্টর সুরভিকে। কোনও গুলির শব্দ শুনতে পাননি বলে দাবি ট্রেনি এবং হাসপাতালের কর্মীদের একাংশের।
আরও পড়ুন: Bollywood Actress Assault: হাত-পা বেঁধে অভিনেত্রীকে নির্যাতন, হোটেল রুমেই ভয়ানক কাণ্ড!
ছয়টি বুলেট উদ্ধার
ঘটনাস্থলে ছয়টি বুলেট উদ্ধার হয়েছে। দেহ ময়ানতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কেন মহিলা চিকিৎসককে হত্যা করা হল। পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনার তদন্ত করছে পুলিশের একটি টিম। তাদের সঙ্গেই কাজ করছে ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড।