ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার কলকাতার আলিপুরে (Doctors’ Salary Increased) অবস্থিত ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের এক সম্মেলনে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। সেই নিয়েও রাজনৈতিক মহলে চলছে বিতর্ক। বিরোধীরা ছুঁড়ছে কটাক্ষের তীর।
তৃণমূলের দিকে সুকান্ত মজুমদারের কটাক্ষের তীর (Doctors’ Salary Increased)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক্তারদের বেতন বৃদ্ধির (Doctors’ Salary Increased) ঘোষণা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, “এটি কেবল সংকট ব্যবস্থাপনার একটি প্রচেষ্টা। আরজি কর ঘটনার পর, ডাক্তারদের মধ্যে টিএমসি বিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী পরিবেশ তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টা করছেন।”
কী বললেন বিজেপি নেত্রী? (Doctors’ Salary Increased)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক্তারদের বেতন বৃদ্ধির (Doctors’ Salary Increased) ঘোষণা প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন ঘুষ দিয়ে ডাক্তারদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন। তিনি কখনও তা করতে পারবেন না। যদি আপনি বেতন বৃদ্ধি করে থাকেন, তাহলে আমরা খুব খুশি, তবে আরও কিছু বিষয় রয়েছে যার জন্য ডাক্তাররা প্রতিবাদ করেছিলেন। তাদের দাবি ছিল নিরাপত্তার বিষয়টি জোরদার করতে হবে। তিনি কেবল ঘুষ দিয়ে ডাক্তারদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন।”
আরও পড়ুন: Doctors’ Salary: মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, জুনিয়র ডাক্তারদের বাড়ছে বেতন!
কী বলছেন ডাক্তাররা?
এই প্রসঙ্গে, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তার ডাঃ আসফাকুল্লা নাইয়া বলেন, “অন্যান্য রাজ্যে (ডাক্তারদের জন্য) বেতন প্রকল্প ভিন্ন এবং কেন্দ্রীয় প্রকল্প অনুসারে এটি ভিন্ন। তাই, আজকের এই বৃদ্ধি প্রত্যাশিত ছিল। জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই এটির যোগ্য ছিলেন। তবে, আমরা মুখ্যমন্ত্রীর সাথে ভিন্ন ধরণের আলোচনা আশা করেছিলাম। আমরা জনগণের স্বাস্থ্যসেবা কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম।”
কার বেতন বাড়ল কত?
সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার (Doctors’ Salary) টাকা করে বাড়ানো হবে। এর আওতায় পড়বেন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট, স্নাতকোত্তর স্তরের সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা। বর্তমানে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা মাসে ৬৫ হাজার টাকা বেতন পান, যা বৃদ্ধি করে ৮০ হাজার টাকা করা হবে। স্নাতকোত্তর স্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৫ হাজার টাকা করা হবে। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতনও ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ লক্ষ টাকা করা হবে।