ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা না করার কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সুকান্ত মজুমদার ও বিজেপিকে ফের একহাত নিলেন অরূপ বিশ্বাস (Aroop Biswas on Sukanta)। আগের দিন সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী কাছে যথাযথভাবে চিঠি লেখেননি বা যোগাযোগ করেননি। রাজ্য যদি নিয়ম মেনে কেন্দ্রকে জানাই তাদের অবশ্যই সেটা বিবেচনা করা হবে। প্রয়োজনে, রাজ্য সরকারের সঙ্গে নরেন্দ্র মোদি যদি বৈঠক করেন, সেই বৈঠকেও তিনি উপস্থিত থাকতে রাজি আছেন।
বুধবার তার উত্তরে অরূপ বিশ্বাস (Aroop Biswas on Sukanta) বলেন,’ উনি তো কেন্দ্রীয় মন্ত্রী। উনি প্রধানমন্ত্রীকে বলুক না। উনার পক্ষে তো কাজটা অনেক সহজ। উনি এখানে থাকেন না। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কিনা বা কতবার চিঠি দিয়েছেন উনি কিছুই জানেন না। কবে উনারা রাজ্যে ক্ষমতায় আসবেন, তবে সব কিছু করবেন। উনারা ১০০ বছরেও রাজ্যে ক্ষমতায় আসবেন না। দিবাস্বপ্ন দেখছেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি কতবার দিয়েছেন, উনি ভুলে গিয়েছেন। সদস্যপদ সংগ্ৰহের চক্করে উনি সব ভুলে যান।’
আরও পড়ুন:https://tribetv.in/nephew-arrested-in-golf-green-murder/
শুধু তাই নয়, বিজেপি থেকে এও বলা হয় ভোটব্যাঙ্কের জন্যই গঙ্গাসাগরে এত জাঁকজমক করে মেলার আয়োজন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যেখান থেকে সরকারের কোনও আয় নেই, কোনও কর্মসংস্থান নেই। তার উত্তর দিয়েছেন রাজ্যে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। অরূপ বিশ্বাস (Aroop Biswas on Sukanta) বিজেপির এই দাবিকে নস্যাৎ করে পাল্টা আক্রমণ করে বলেন, ‘ এসব যারা বলছে তাদের রাজ্যে হয়তো অন্য রাজ্যের মানুষ ভোট দেয়। আমাদের এখানে বাংলার মানুষ ভোট দেয়। তাদের সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না আমরা। রাজ্য দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা এসে শান্তিপূর্ণভাবে নির্ঝঞ্ঝাটে গঙ্গাসাগরে পুজো দিতে পেরেছেন এবং তারা নিরাপদে ফিরে যেতে পেরেছেন এটাই আমাদের লক্ষ্য আমাদের প্রাপ্তি।’
আরও পড়ুন:https://tribetv.in/police-seized-diamond-worth-about-10-crore-in-kolkata/
আরও পড়ুন:https://tribetv.in/one-accused-allegedly-arrested-on-shootout-malda-news/
উল্লেখ্য, শান্তিপূর্ণভাবেই মিটল গঙ্গাসাগরে সংক্রান্তিতে পুণ্যস্নান পর্ব। ১৫ দিনে গঙ্গাসাগরে ১ কোটি ১০ লক্ষেরও বেশি পূর্ণ্যার্থী এসেছেন বলে দাবি করেছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas on Sukanta)। এদিকে গঙ্গাসাগর মেলায় ৯জনকে চিকিৎসার জন্য এয়ার লিফট করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। বুধবার ২ জনকে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন রাজ্যেরই বাসিন্দা, বিশ্বনাথে পৌরা (৬৫)। অপরজন প্রেম কুমার সিং (৬৪) মধ্যপ্রদেশের বাসিন্দা।