ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ডন থ্রি’ (DON 3) কবে আসবে? বারবার শোনা যাচ্ছে, এবার শুটিং শুরু হবে। কিন্তু কই? শুটিং তো এখনও শুরু হল না। উল্টে একটা খারাপ খবর রয়েছে। জানুয়ারির বদলে রণবীর সিংয়ের (Ranveer Singh) এই ছবির কাজ আরও পিছিয়ে গেল।
খবরে নেই সিলমোহর (DON 3)
চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছে, রণবীর সিংয়ের ‘সিংঘম এগেইন’। বক্স অফিসে দুর্দান্ত ফল করছে। কিন্তু এত আনন্দ, সাফল্যের মাঝেও রণবীর অনুরাগীদের একটু মন খারাপ। বলি পাড়ার হাওয়া বলছে, ফের পিছিয়ে গেল ‘ডন থ্রি’ (DON 3) ছবির শুটিং। যদিও অনুষ্ঠানিক ভাবে এই খবরে সিলমোহর পড়েনি। প্রসঙ্গত, ডন হিসেবে রণবীর সিং তৃতীয় মুখ হয়ে পর্দায় ধরা দেবেন। তাও আবার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর শাহরুখ খানের (Shah Rukh Khan) পর। শোনা যাচ্ছে, এই ছবিতে মুখ্য নারীর চরিত্রে থাকতে পারেন কিয়ারা আদবানি (Kiara Advani)।
ছবি স্থগিত? (DON 3)
নেটপাড়া মনে করছে, এই ছবিটিকে স্থগিত করা হচ্ছে। কারণ ছবিটার বিপুল একটা বাজেট। যদিও এসব গুঞ্জন। পরিচালক অভিনেতা সবাই প্রস্তুত রয়েছেন। সময় সুযোগ বুঝে পুরো দমে শুরু হয়ে যাবে ‘ডন থ্রি’ (DON 3) ছবির শুটিং।
আরও পড়ুন: Vivek Oberoi: বলিউডে বয়কট হয়েও বিবেকের অগাধ সম্পত্তি! কিচ্ছু করতে পারলেন না সলমন
কবে হচ্ছে শুটিং?
২০২৫ এর জানুয়ারিতে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেটা পিছিয়ে সম্ভবত ২০২৫ এর জুন মাসে হয়েছে। আসলে এটা নিয়ে এত কথাই উঠত না। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ছবির শুটিং এর দিন পেছানো হয়েছে। আর তাই হয়তো এত মন্তব্য করার সুযোগ পাচ্ছেন নেট নাগরিকরা। প্রসঙ্গত রণবীর সিং ডন হিসেবে তৃতীয় মুখ। এর আগে ডনের ভূমিকায় অমিতাভ বচ্চন ও শাহরুখ খান ছিলেন।
উচ্ছ্বসিত রণবীর
এই ভূমিকায় অভিনয় করতে রণবীর সিং বেশ উচ্ছ্বসিত ছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু বারংবার এভাবে ছবির শুটিং পিছিয়ে যাওয়ায় নেট পাড়ায় বিভিন্ন গুজব উঠেছে। এক ব্যক্তি লেখেন, “দিনে ২০০ কোটির গণ্ডি টপকানো খুব চাপের ব্যাপার। রণবীর যদি তেমন না করতে পারেন ছবিটি দাঁড়াবেই না”।
দর্শকের দাবি
দর্শকের একটা বড় অংশের দাবি বলছে, ‘ডন’ ও ‘ডন ২’ ছবির মতো এবারেই শ্রেষ্ঠ অপশন হতেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান, চিত্রনাট্য লেখার সময় তাঁর মাথায় শাহরুখের নামই ছিল। কিন্তু অবশেষে তা হয়নি। তাই রণবীরকে দেখা যাবে।
আরও পড়ুন: Poulomi Das Marriage: পুরো বাঙালিয়ানায় মোড়া পৌলমীর বিয়ে, মেনুতে দুর্দান্ত চমক
রণবীরের নাম শুনে বিরক্তি দর্শক মহলে
বছরের শুরুতে ‘ডন ৩’ (Don 3) ছবির ঘোষণা করেছিলেন ফারহান আখতার (Farhan Akhtar)। সেই সঙ্গে জানিয়েছিল এবার শাহরুখ নন, ডনের ভূমিকায় থাকবেন রণবীর সিংহ। যা শুনে বেশ বিরক্তি প্রকাশ করেছিলেন অনুরাগীরা। তবে সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। পরিচালক ফারহান জানান, “আমরা পরের বছর ‘ ডন ৩’ এর সঠিক শুরু করব।” কিন্তু দিন পিছিয়ে জুন মাসে ঠিক হয়েছে জানা গিয়েছে । দেশ-বিদেশ মিলিয়ে ছবির শুটিং হবে। এখন অপেক্ষায় রয়েছেন ভক্তগণ।
বাকি চরিত্রে কারা?
প্রসঙ্গত, প্রযোজনা সংস্থার তরফে ‘ডন’ হিসেবে রণবীরের নাম ঘোষণা করে দিলেও বাকি চরিত্রের কারও নাম ঘোষণা হয়নি। গুঞ্জন বলছে, শোভিতা ধুলিপালা এই টিমে যোগ দিতে পারে। শোনা যাচ্ছে অভিনেত্রীকে এই ছবির একটি আইটেম গানের প্রস্তাব দেওয়া হয়েছে। আর বাকি কাস্টিং রয়েছে সিক্রেট হিসেবে। এবার দেখার, ‘ডন থ্রি’ কতটা ধামাকা দেখায়।