ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ের (Mumbai) প্রসিদ্ধ সিদ্ধিবিনায়ক মন্দিরের (Siddhi Vinayak Temple) মাহাত্ম্য সর্বজন বিদিত। প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার পুণ্যার্থী আসেন সিদ্ধিবিনায়ক মন্দিরে দর্শন করতে। এবার মুম্বইয়ের সেই সিদ্ধিবিনায়ক মন্দিরেই জারি হল পোশাকবিধি।আগামী সপ্তাহ থেকেই এই পোশাক বিধি চালু হচ্ছে। শরীর ঢাকা পোশাক পরেই মন্দিরে (Siddhi Vinayak Temple) ঢোকা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার সেই মর্মে জারি করা হয়েছে নির্দেশিকা।
সিদ্ধিবিনায়ক মন্দিরে জারি পোশাকবিধি (Siddhi Vinayak Temple)
মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের (Siddhi Vinayak Temple) শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্ট মঙ্গলবার পোশাকবিধি জারি করেছে। বলা হয়েছে, আগত পুণ্যার্থীদের শালীন পোশাক পরতে হবে। ছেঁড়া ফাটা পোশাক বা শর্ট স্কার্ট পরে ঢোকা যাবে না মন্দিরে। যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরে আসতে হবে সকলকে। এমনকি ভারতীয় পোশাক পরাই শ্রেয় বলেও জানিয়েছে সিদ্ধিবিনায়ক মন্দিরের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি টেম্পল ট্রাস্ট। বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে অশোভনীয় পোশাক পরে এলে ঢোকা যাবে না মন্দিরে। শুধু শর্ট স্কার্টই নয়, ছেঁড়া জিনস বা ট্রাউজার্স, শরীর দেখা যায় এমন স্বচ্ছ জামাকাপড় বা খোলামেলা পোশাক পরে মন্দিরে ঢুকতে পারবেন না কেউ। মন্দিরের ভিতরে তো বটেই, মন্দির চত্বরের কোথাও অশোভনীয় পোশাক পরে আসা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
পুরুষদের জন্যও জারি পোশাকবিধি (Siddhi Vinayak Temple)
পুরুষদের জন্যও বিশেষ পোশাকবিধি জারি করেছেন মন্দির কর্তৃপক্ষ। বলা হয়েছে, ভারতীয় পোশাক পরে এলে তবেই মন্দিরে পুজো দিতে পারবেন পুরুষরা। মন্দির কর্তৃপক্ষের দাবি, ভারতীয় সংস্কৃতির সঙ্গে সাযুজ্যপূর্ণ পোশাকই পরা উচিত পুণ্যার্থীদের। অন্যরা লজ্জায় পড়েন, এমন পোশাক পরে আসা কাম্য নয়। পোশাকবিধি লঙ্ঘন করলে কোনও পরিস্থিতিতেই মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন সিদ্ধিবিনায়ক মন্দির (Siddhi Vinayak Temple) কর্তৃপক্ষ।
কেন পোশাকবিধি চালুর সিদ্ধান্ত ?
মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রতিদিনই লেগে থাকে ভক্তদের ঢল। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মন্দিরে আসেন। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, সব ভক্তেরা এ ধরনের পোশাক দেখতে স্বচ্ছন্দ নন। বহু দিন ধরেই বহু ভক্ত মন্দির চত্বরে ‘অশালীন’ পোশাক পরে ঘোরা নিয়ে অনুযোগ জানিয়ে আসছেন। এ ধরনের ‘দৃষ্টিকটু’ পোশাক অনেকেরই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সে কারণেই এ বার নতুন নিয়মকানুন। এখন থেকে আর ছেঁড়া জিন্স কিংবা খোলামেলা টপ, যাতে শরীরের বেশির ভাগ অংশ উন্মোচিত থাকে, এমন কোনও কিছুই পরা যাবে না।
আরও পড়ুন : মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ করার হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু
বিদেশি পুণ্যার্থীদের জন্য বিকল্প পোশাক
মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে -বেশ কিছু দিন ধরেই ‘অশালীন’ পোশাক পরে ঘোরা নিয়ে নানা অভিযোগ আসছিল। এর পরেই গত ১৬ জানুয়ারি মন্দির কর্তৃপক্ষ বৈঠকে বসেন।সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি যাঁরা ভিন্রাজ্য থেকে এসেছেন, কিংবা যাঁরা নতুন নিয়ম সম্পর্কে জানেন না, তাঁদের মন্দির দর্শনের জন্য বিকল্প পোশাকের ব্যবস্থা রাখার কথাও ভাবা হচ্ছে।
আরও পড়ুন : ভোটমুখী দিল্লিতে ‘তুরুপের তাস’ যমুনা! যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা, দাবি কেজরি-অতিশীর
প্রসঙ্গত ,গত ডিসেম্বরে বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে ভক্তদের পোশাকবিধি নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে।মন্দিরের পবিত্রতা এবং মর্যাদা বজায় রাখতে মিনি স্কার্ট বা ছেঁড়া জিন্স পরে মন্দিরে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছিল মন্দির কর্তৃপক্ষ। এবার সেই একই পথে হাঁটল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির কর্তৃপক্ষ।