ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাশিয়ার কাজানে পর পর ড্রোন হামলা (Drone Attack)! অনেকটা ৯/১১-এর হামলার ধাঁচে এই ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি স্থানীয়দের। রাশিয়ার কাজানে তিনটি বহুতলে পর পর এই ড্রোন হামলা চালানো হয়। এই ড্রোন হামলার সাথে ৯/১১-এর হামলার মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে।
কাজানের ড্রোন হামলায় হতাহত (Drone Attack)
রাশিয়ার কাজানের এই ড্রোন হামলায় (Drone Attack) এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যে তিনটি বহুতলে এই হামলা চালানো হয়েছে সেখানে ব্যাপক বিস্ফোরণের দৃশ্য দেখা গিয়েছে। এই ড্রোন হামলার ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে একটি উড়ন্ত ড্রোনকে একটি বহুতলের উপরে আছড়ে পড়তে দেখা যায়। তার পরই বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ভরে গেল আকাশ। তবে এই ভিডিও আসলেই রাশিয়ার কাজানের ড্রোন হামলার কিনা তা যাচাই করা হয়নি।
ব্রিকস সম্মেলন (Drone Attack)
রাশিয়ার যে কাজান শহরে এই ড্রোন হামলার (Drone Attack) ঘটনা ঘটেছে সেই শহরেই সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল ‘ব্রিকস সম্মেলন’। যে সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই শহরেই এবার ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: Warm Relation with PM Modi: ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক রাশিয়ার, মন্তব্য পুতিনের
৯/১১ এর সাথে সাদৃশ্য
রাশিয়ার কাজানের এই ড্রোন হামলার সাথে অনেকেই ৯/১১- এর হামলার ঘটনার সাদৃশ্য দেখতে পারছেন। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আল কায়দার হামলার ঘটনা আবারও মনে করিয়ে দিল রাশিয়ার এই ড্রোন হামলা। ২০০১ সালের ৯/১১-এর হামলায় ২৯৭৭ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনা যেন আবারও ঘটলো রাশিয়ায়। তবে এই হামলায় এখনো কোনো প্রানহানীর খবর পাওয়া যায়নি।
রাশিয়ার দাবি
এই ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার তরফে দাবি করা হয়, ইউক্রেন এই এই ড্রোন হামলা চালিয়েছে। এমনকি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোনকে সাথে সাথে ধ্বংস করেছে। তবে প্রায় ৮টি ড্রোন হামলা চালাতে সক্ষম হয়েছে। এতে রাশিয়ার কাজান শহরের তিনটি বহুতলে বিস্ফোরণ ঘটেছে।
বন্ধ কাজান বিমানবন্দর
রাশিয়ার একটি সংবাদ সংস্থা সুত্রে জানা গেছে,রাশিয়ার কাজান শহরের মেয়র জানিয়েছে এই হামলার ঘটনায় বেশ কয়েকটি ঘরে আগুন লেগে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। এই ঘটনার পরে গোটা কাজানে উত্তেজনা দেখা যায়। এই ঘটনার কারণে নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি বন্ধ হয়ে যায় কাজান বিমানবন্দর। এমনকি সাথে সাথে বন্ধ হয়ে যায় বিমান ওঠানামাও।