ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজো আসন্ন। শহরজুড়ে উৎসবের আমেজ। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। সেই সঙ্গে রাত জেগে ঠাকুর দেখার পরিকল্পনাও ছকে ফেলেছেন অনেকেই। প্রতিবছরই মধ্যরাতে কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে শহরবাসী ভরসা রাখে মেট্রো পরিষেবাতেই। পুজোর চারদিন প্রতিবছরই মধ্যরাত পর্যন্ত অতিরিক্ত মেট্রো পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রো (Kolkata Metro)। এবারও তার অন্যথা নয়। সপ্তমী থেকে নবমী, ভোর পর্যন্ত মিলবে মেট্রো। ষষ্ঠী এবং দশমীতে মেট্রো পাওয়া যাবে মাঝরাত পর্যন্ত।
শুধু ব্লু-লাইন (Blue Line) নয়, গঙ্গার নীচে মেট্রো পরিষেবাও চলবে রাত পর্যন্ত। জেলার বাসিন্দাদের জন্য যা খুবই উপযোগী বলে মনে করা হচ্ছে। চতুর্থী থেকেই মেট্রোর সূচি পরিবর্তন হচ্ছে। ত্রয়োদশী পর্যন্ত পরিবর্তিত সূচিতে চলবে মেট্রো। প্রথম এবং শেষ মেট্রো কখন, জানাল কলকাতা মেট্রো।
দেখে নেওয়া যাক মেট্রোর সময়সূচি-
চতুর্থী এবং পঞ্চমীতে মেট্রো পরিষেবা:
পুজোর প্রথম ২ দিন চতুর্থী এবং পঞ্চমীতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫০ মিনিটে। দমদম থেকেও ৬টা ৫০ মিনিটে সময়ে ছাড়বে প্রথম মেট্রো। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে। আর দক্ষিণেশ্বর (Dakkhineswar) থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো থাকছে রাত ১০টা ২৮ মিনিটে। চতুর্থী এবং পঞ্চমীতে মধ্যরাত পর্যন্ত মিলবে না মেট্রো পরিষেবা।
ষষ্ঠীতে মেট্রো পরিষেবা:
ষষ্ঠীতে প্রথম মেট্রোর সূচিতে কোনও পরিবর্তন হয়নি। চতুর্থী এবং পঞ্চমীর মতোই সকাল ৬টা ৫০ মিনিটে মিলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো। দমদম থেকে কবি সুভাষগামী (Kavi Subhas) প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৭টায়। তবে শেষ মেট্রো চলবে মধ্যরাত পর্যন্ত। ক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টা ৪৮ মিনিটে। আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ১১টা ৫০ মিনিটে। অন্য দিকে, দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১২টায়।
আরও পড়ুন: https://tribetv.in/baluchari-saree-tradition-of-bishnupur/
সপ্তমী ও অষ্টমী-নবমীর মেট্রো পরিষেবা:
সপ্তমী থেকে নবমী দুপুর থেকে শুরু হবে পরিষেবা। চলবে ভোর পর্যন্ত। প্রথম পরিষেবা মিলবে ১২টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো মিলবে দুপুর ১টায়। স্পেশ্যাল মেট্রোও চালানো হবে এই দু’দিন। গীতাঞ্জলি থেকে দমদম (Dum Dum) স্পেশাল সার্ভিস দুপুর ১টায়। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর দুপুর ১টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ দুপুর ১টায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত দুপুর ১টা বেজে ০২ মিনিট। অন্যদিকে, দমদম-কবি সুভাষ এবং কবি সুভাষ-দমদমগামী শেষ মেট্রো পাওয়া যাবে ভোর ৪টেয়। দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো কবি সুভাষ থেকে মিলবে ভোর ৩টে ৪৮ মিনিটে।
দশমীর মেট্রো পরিষেবা:
দশমীতে আপ এবং ডাউন মিলিয়ে ১৭৪টি মেট্রো চলবে। শনিবারও দুপুর থেকে শুরু হবে পরিষেবা। ১২টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বর। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো মিলবে দুপুর ১টায়। এছাড়াও সপ্তমী থেকে নবমীর ধাঁচে স্পেশাল ট্রেন চলবে দশমীতেও। তবে পরিবর্তন শেষ পরিষেবাতে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো চলবে রাত ১১টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো মিলবে ১১টা ৫০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো মিলবে রাত ১২টায়।
একাদশীতে মেট্রো পরিষেবা:
একাদশীতে সকাল ৯টায় শুরু হবে মেট্রো পরিষেবা। শেষ পরিষেবা মিলবে অনান্য রবিবারের মতোই। রাত ৯টা ২৭মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। দ্বাদশী থেকে স্বাভাবিক হবে মেট্রো পরিষেবা।