ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুখে প্রচন্ড রোম? ঠিকঠাক মেকআপ বসে না? হামেশাই পার্লারে যেতে হয়? এবার আর মুখের অবাঞ্ছিত লোমের তুলতে যন্ত্রণা সহ্য করে মুখে ওয়্যাক্স করার প্রয়োজন পড়বে না (Facial Hair Removal)। এবার ঘরোয়া পদ্ধতিয়েই হবে ভ্যানিশ হবে মুখের রোম।
মহিলার মুখে কেন হয় রোমের আধিক্য? (Facial Hair Removal)
অধিকাংশ মহিলার মুখেই রোমের (Facial Hair Removal) আধিক্য দেখা যায়। সেজন্য অনেকের গোঁফের রেখা হয় স্পষ্ট। এর পিছনে দায়ী মূলত হরমোনের ভারসাম্যহীনতা। মহিলাদের শরীরে অতিরিক্ত মাত্রায় অ্যান্ড্রোজেনের ক্ষরণ হলে এই সমস্যা দেখা যায়। এদিকে মুখ ভর্তি রোম নিয়ে হীনমন্যতায় ভোগেন অনেকেই। আবার মুখে রোম বেশি থাকলে মেকআপও বসে না ঠিকভাবে। সেই কারণে মুখের অবাঞ্ছিত রোম নিয়ে অস্বস্তিতে পড়তে হয়।
চিনির পেস্টেই হবে কাজ (Facial Hair Removal)
মুখের রোম তুলতে দুর্দান্ত কার্যকরী চিনির পেস্ট (Facial Hair Removal)। এর জন্য লাগবে চিনি, গ্লিসারিন এবং লেবুর রস। এসব সামান্য কিছু উপকরণ দিয়েই ঘরে বসেই পারবেন মুখের রোম তুলতে । প্রথমে একটি পাত্রে চিনি ও লেবুর রস নিয়ে তা গরম করুন। চিনি সম্পূর্ণ গলে গেলে তা নামিয়ে নিন। ইষদুষ্ণ অবস্থাতেই সেই পেস্টে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশান। এই মিশ্রণ ঠোঁটের উপর ও থুতনিতে লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর স্ক্রাব করে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন এই উপায়ে মুখের রোম তুলে নিতে পারেন।
আরও পড়ুন: Cauliflower: একঘেয়ে ফুলকপির তরকারি খেয়ে ক্লান্ত! ঝটপট বানিয়ে ফেলুন কোর্মা-ঝালপিঠে
কাজে আসবে ওটস ও কালো জিরে
মুখের রোম দূর হবে ওটস ও কালো জিরের প্যাকের মাধ্যমেও। পরবর্তীকালে রোমও দেখা যাবে না মুখ জুড়ে। এর জন্য ১০ মিনিট মতো স্কিমড মিল্কে কালো জিরে ভিজিয়ে রাখতে হবে। কালো জিরে নরম হয়ে আসলে তাতে ওটসের গুঁড়ো ও মধু মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট সারা মুখে মাখুন। তারপর শুকিয়ে আসলে ইষদুষ্ণ জলে ধুয়ে নিন। এদিকে কালো জিরের কারণে ত্বকে হালকা জ্বালাভাব হতে পারে। তাই আগে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না। কোনও সমস্যা না হলে মুখে লাগাতে পারেন।
আরও পড়ুন: Destination Wedding: কম খরচে সেরে ফেলুন ডেস্টিনেশন ওয়েডিং
মুখের রোম তুলতে কাজ দেবে আটা!
প্রথমে ছোট একটি পাত্রে অর্ধেক কাপ আটা এবং অর্ধেক কাপ বেসন নিন। সঙ্গে আধ চা চামচ হলুদ, এক চা চামচ ঘি মিশিয়ে নিন। কাঁচা দুধ দিয়ে সব উপকরণ মেখে একটি মণ্ড তৈরি করুন। এ বার প্রথমে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। মুখে কোনও রকম তেল, ধুলো-ময়লা যেন না থাকে। চাইলে মাইল্ড কোনও স্ক্রাবও ব্যবহার করতে পারেন। তার পর মুখ মুছে নিন।
ত্বক একেবারে শুকনো হয়ে গেলে মুখের উপর ওই ময়দার মণ্ডটি হালকা হাতে গোল গোল করে ঘষতে থাকুন। কিছু ক্ষণ এই ভাবে মণ্ডটি মুখে ঘষার পর খেয়াল করবেন, ওই জিনিসটির গায়ে সরু সরু রোম উঠে এসেছে। একবারে সবটা সম্ভব হবে না। কিন্তু ধৈর্য ধরে অভ্যাস করলে ফল পাবেন। দশ-পনেরো মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তার পর মুখে টোনারও স্প্রে করে নিতে পারেন।