Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
বুম ফ্যাক্ট চেক: ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মহম্মদ শামি (Mohammad Shami) ও প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza) একান্তে দুবাইয়ে পরস্পরের সঙ্গে সময় কাটাচ্ছেন দাবিতে সম্প্রতি দুটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলিকে কেন্দ্র করে ভারতের ক্রীড়া দুনিয়ার এই দুই তারকাদের মধ্যেকার সম্পর্কের রসায়ন নিয়ে জোর চর্চায় মশগুল হন নেটনাগরিকেরা। বুম যাচাই করে দেখে বাস্তব কোনও দৃশ্য ছবিগুলিতে দেখতে পাওয়া যায় না। আমরা AI শনাক্তকারী টুলের মাধ্যমে ছবিগুলি পরীক্ষা করে দেখি সেগুলি আদতে কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি করা হয়েছে।
২০১০ সালে পাক ক্রিকেটার শোয়েব মালিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানিয়া। বিয়ের প্রায় ১৪ বছর পর সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে সানিয়া ডিভোর্সের কথা জানালে ভারতীয় দলের পেসার শামির সাথে তার বিয়ের জল্পনা ছড়ায় নেট দুনিয়ায়। তবে বিভিন্ন সাক্ষাৎকারে শামি ও সানিয়ার পরিবার উভয়ের তরফ থেকেই গুজব বলে খণ্ডন করা হয় সেই দাবি।
ছবিগুলি পোস্ট করে এক ফেসবুক পেজের তরফ থেকে ক্যাপশন হিসেবে লেখা হয়, “দুবাইতে মোহাম্মদ শামি এবং সানিয়া মির্জার অবকাশ যাপন।”

পোস্টটি দেখতে এখানে ও তার আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম ভাইরাল এই দুই ছবির উৎস যাচাই করার সময় কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন বা সূত্রে তাদের উল্লেখ পায়নি। আমরা সানিয়া মির্জা এবং মহম্মদ শামি উভয়ের যাচাইকৃত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও ভাইরাল ছবিগুলি দেখতে পাইনি।
এর থেকে সূত্র ধরে আমরা ছবিগুলি AI শনাক্তকারী টুল TrueMedia-তে ছবিগুলি পরীক্ষা করি। ওই পরীক্ষার ফলাফল থেকে নিশ্চিত হওয়া যায় কৃত্তিম বুদ্ধিমত্তার প্রয়োগেই ছবিগুলি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: Kylian Mbappe: লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে দুর্দান্ত গোল! সমালোচকদের মুখ বন্ধ করলেন কিলিয়ান এমবাপে
প্রথম ছবি
AI শনাক্তকারী টুলটি ব্যবহার করে ছবিটি পরীক্ষা করা জানা যায় তাতে জেনারেটিভ AI প্রয়োগের পর্যাপ্ত প্রমাণ রয়েছে।

ফলাফলটি দেখতে ক্লিক করুন এখানে।
দ্বিতীয় ছবি
ছবিটির পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফলে সেটি ৯৯ শতাংশ কৃত্তিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি বলে উল্লেখ করা হয়।

ফলাফলটি দেখতে ক্লিক করুন এখানে।
এই খবরটি শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রথমে বুম দ্বারা প্রকাশিত হয়েছিল এবং ট্রাইব টিভি বাংলার দ্বারা অনুবাদ করা হয়েছে। এই খবরটির শিরোনাম এবং সামারি বাদে বাকি খবর ট্রাইব টিভি বাংলার কর্মীরা সম্পাদনা করেনি।