ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘরে-বাইরে কোথাও কি সুরক্ষিত মেয়েরা? আজকের এআই যুগে দাঁড়িয়েও উঠছে এ প্রশ্ন। বাবার যৌন লালসার (Harassment) শিকার নাবালিকা মেয়ে। ঘটনায় উত্তেজনা নদীয়ার শান্তিপুরে। ১৩ বছরের সৎ মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত বাবাকে আটক করে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠালো পুলিশ।
মেয়ের পাশে নেই মা! (Harassment)
নাবালিকার অভিযোগ, দু বছরের বেশি সময় ধরে যৌন নির্যাতন করেছিলেন সৎ বাবা। একাধিকবার পরিবারের সদস্যকে জানালেও কেউ নাবালিকা ছাত্রীর কথায় কান দেয়নি। তবে সম্প্রতি মাসখানেক আগে একবার মেয়েকে যৌন নির্যাতনের (Harassment) অভিযোগে ওঠে। শুধু তাই নয়, গত দুদিন আগে একসাথে নাবালিকা কন্যা, তার মা এবং তার সৎবাবা ঘুমাচ্ছিল। ভোরের দিকে ওই নাবালিকা মেয়েকে শারীরিকভাবে যৌন নির্যাতন করে সৎবাবা। সেই কথা মাকে সকালে জানায় মেয়ে। কিন্তু মেয়েকে বিষয়টি গোপন রাখতে বলে তার মা। বলে ঘুমের ঘোরে অচেতন ভাবে হয়তো ভুল করে ফেলেছে।
আরও পড়ুন: Bed Car Viral Video: নবাবী জেলায় নবাবের ছুটন্ত খাট, ভিড় সামলাতে নাজেহাল পুলিশ

কিন্তু নাবালিকা কন্যা তার দিদিমা অর্থাৎ মায়ের মাকে জানায়। নাবালিকা নাতনিকে দিনের পর দিন এ ধরনের যৌন লাঞ্ছনার (Harassment) থেকে মুক্ত করতে বৃহস্পতিবার রাতে ওই নাবালিকাকে নিয়ে দিদিমা শান্তিপুর থানার দ্বারস্থ হন। নাবালিকার মা এই খবর জানতে পেরেই শান্তিপুর থানায় জমা দেওয়ার জন্য লেখা অভিযোগপত্র ছিঁড়ে ফেলে। পুলিশ প্রশাসনের সামনেই চিৎকার চেঁচামেচি এবং মেয়ে এবং মাকে হুঁশিয়ারি দিতে থাকে। ঘটনায় নাবালিকার মা এবং সৎ বাবা দুজনকেই আটক করে শান্তিপুর থানার পুলিশ।
আরও পড়ুন: SSC Verdict Case: চাকরি হারানোর শোকে ক্যানিং-এর শিক্ষিকার চরম সিদ্ধান্ত!
যদিও জিজ্ঞাসাবাদের পরে মাকে ছেড়ে দেয়া হলেও বাবাকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও এই সময় মেয়ের প্রতি মায়ের মন্তব্যে জানা যায়, বিবাহের উপযুক্ত বয়স না হওয়া সত্ত্বেও প্রণয় ঘটিত সম্পর্কের মান্যতা না পেয়েই এই মিথ্যে অভিযোগ (Harassment)। যদিও গোটা বিষয়টি এখন আদালতের বিচার্য্য বিষয়, তবে সামাজিক অবক্ষয়ের এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্তম্ভিত গোটা পুলিশ মহল। নিন্দার ঝড় সুশীল সমাজে।