ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্পেন ও পর্তুগালের সঙ্গে ২০৩০ ফিফা বিশ্বকাপের(FIFA World Cup In Morocco) অন্যতম আয়োজক দেশ মরক্কো। তারা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছিল যে, তারা দেশের পর্যটন আকর্ষণ বাড়াতে এবং বিশ্বকাপের আগেই রাস্তা পরিষ্কার করতে দেশের প্রায় ৩০ লক্ষ পথকুকুর হত্যা করবে। বিষয়টা সম্প্রতি সামনে আসে ও মরক্কো সরকারের তীব্র নিন্দা হয় গোটা বিশ্বে। বিশ্বের নিন্দার কারণে এবং বিশ্বকাপ বাঁচাতে এবার এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ফিফা। উঠে বসছেন মরক্কো সরকারও।
মরক্কোর আইনে রাস্তার কুকুর নিধন নিষিদ্ধ (FIFA World Cup In Morocco)
মরক্কোতে(FIFA World Cup In Morocco) আইনত রাস্তার কুকুর নিধন নিষিদ্ধ। তবে, সেখানকার প্রতিবেদনগুলো দেখলে বোঝা যাবে যে, স্থানীয় প্রশাসনের নীরব সম্মতিতে এই নিষ্ঠুর কাজ চলছে। প্রাণী সংরক্ষণ সংস্থাগুলি মানবিক পদ্ধতিতে কুকুর নিয়ন্ত্রণের (যেমন, Trap-Neuter-Vaccinate-Release বা TNVR কর্মসূচি) পক্ষে কথা বলার পরেও তাদের কার্যক্রম নানা বাধা দেওয়া হচ্ছে। Shelter বা পশু আশ্রয়কেন্দ্রগুলো অধিক পরিমাণ কুকুরের চাপে বিপর্যস্ত এবং তাদের জন্য খাদ্য ও চিকিৎসার সংকট দেখা দিয়েছে।
বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দা (FIFA World Cup In Morocco)
আন্তর্জাতিক প্রাণীকল্যাণ ও সুরক্ষা সংস্থাগুলো সতর্ক করেছে যে, এই অভিযানের ফলে প্রায় ৩০ লক্ষ কুকুর মারা যেতে পারে। বিশ্বখ্যাত প্রাণীবিজ্ঞানী ও প্রাণী অধিকার কর্মী জেন গুডঅল ফিফাকে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করতে বলেছেন। ফিফার কাছে একটি লিখিত চিঠিতে গুডঅল এই নির্মম হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে যে, যদি কুকুর নিধন বন্ধ না করা হয়, তবে মরক্কোতে বিশ্বকাপ আয়োজন(FIFA World Cup In Morocco) স্থগিত করা উচিত।
আরও পড়ুন:Bangladesh Library: সরকারি বরাদ্দ হাতানোর কারবার, বাংলাদেশে ভুয়ো পাঠাগার
কুকুর নিধনের একাধিক ভিডিয়ো ভাইরাল
আন্তর্জাতিক পশু ওয়েলফেয়ার ও প্রোটেকশন কোয়ালিশন বা আইএডব্লুপিসির পক্ষ থেকে জানানো হয়েছে কী ভাবে মরোক্কোতে পথ কুকুরদের নিধন করা হচ্ছে(FIFA World Cup In Morocco)। সংগঠনের পক্ষ থেকে লেখা হয়েছে, প্রায় প্রতিদিন মরক্কো সরকারের পক্ষ থেকে কিছু ব্যক্তি বন্দুক নিয়ে পথে ঘোরে। পথ কুকুর দেখলেই গুলি করে মেরে ফেলা হচ্ছে বলে দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। অনেক কুকুরকে ট্রাকে ফেলে দেওয়া হয়। মরক্কোতে কুকুর নিধনের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:Usha Vance: স্বামীর শপথ ভাইস প্রেসিডেন্ট পদে, শপথ অনুষ্ঠানে ভারতীয় কন্যা ঊষা
আন্তর্জাতিক চাপ ও পরবর্তী করণীয়
আন্তর্জাতিক মহল মরক্কোর সরকারকে মানবিক ও টেকসই উপায়ে পথকুকুর সমস্যা সমাধানের আহ্বান জানিছে। বিশ্বব্যাপী প্রাণীকল্যাণ মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্যার সমাধান করতে বলা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের অগাস্ট মাসেই বন্ধ করা হয়েছিল পথ কুকুর নিধন। ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজনের জন্য মরোক্কোর নামের পাশে শিলমোহর পড়ার পর থেকে তারা কুকুর নিধন শুরু করলেও ২০২৪ সালে সেটা বন্ধ করা হয় বলে দাবি করা হয়েছে মরক্কো সরকারের পক্ষ থেকে।