Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজোর শুরুতেই মুক্তি পেয়ে গেল পুজোর ছবি টেক্কা। সেই পুজোর ছবি প্রিমিয়ারের সন্ধে ছিল জমজমাটি। প্রিমিয়ারের সন্ধেতে দেখা গিয়েছিল এক ঝাঁক তারকাকে। টেক্কার পুরো টিম উপস্থিত ছিলেন তার সাথে। ছিলেন টলিউডের একাধিক পরিচিত মুখরা।
দেব ও সৃজিতের আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন টলিউডের একাংশ। ওইদিন সন্ধেবেলায় দেব ও রুক্মিনীকে দেখা গিয়েছিল মানানসই পোশাকে। দেখে বোঝা যাচ্ছিল যে পুজো শুরু হয়ে গেছে। এর আগে দেব তাঁর সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাদের কাছে সিনেমা মুক্তি পাওয়াটাই পুজোর সমান। তাই সিনেমা মুক্তির সন্ধেতে সাজগোজ ও ছিল জমজমাট। এদের মধ্যে সবথেকে নজরকারা লুক নিয়েছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁকে দেখা গিয়েছিল তাসের বক্সে যেরকম টেক্কা থাকে, সেই টেক্কা প্রিন্টের শাড়ি পড়তে। তার সাথে ছিল মানানসই মেকআপও।

আরও পড়ুন: https://tribetv.in/people-were-over-excited-on-dev-new-releasing-cinema-tekka/
রুক্মিণী পড়েছিলেন সাদা রঙের একটি শাড়ি। সৃজাকেও দেখা গিয়েছিল লাল রঙের একটি শাড়িতে। আরিয়ানকে দেখা গিয়েছিল পাঞ্জাবিতে। আর দেবকে দেখা গিয়েছিল ইন্দো-ওয়েস্টার্নের নজরকারা লুকে। ইতিমধ্যে টেক্কা সুপার হিট। মুক্তির পর থেকে যতগুলি শো হয়েছে গোটা পশ্চিমবঙ্গে, সবগুলো শো-ই হয়েছে হাউস ফুল। এই হাউসফুল হওয়ার খবর শুনে ভীষনই আনন্দিত টেক্কার টিম।